কলকাতায় ২১ জুলাইয়ের সমাবেশে বাংলাদেশি লাভলি খাতুন, ভিডিও পোস্ট করল বিজেপি

Published on:

TMC 21 July Meeting

প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল থেকেই ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ উপলক্ষ্যে কলকাতায় দলে দলে আসতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। উল্টোদিকে আজ বিজেপির যুব সংগঠনের ডাকে শিলিগুড়িতে হতে চলেছে ‘উত্তরকন‍্যা অভিযান’।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নারী নির্যাতন, উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা, অরাজকতা-সহ একগুচ্ছ অভিযোগ তুলে রাজ‍্য সরকারের বিরুদ্ধে এই অভিযানের ডাক দিয়েছে যুব মোর্চা। আর এই আবহে এবার মালদার প্রাক্তন প্রধান তথা বাংলাদেশি নাগরিক লাভলি খাতুন এবার কলকাতায় এলেন একুশের সমাবেশে যোগ দিতে।

বাংলাদেশি লাভলি এবার একুশের সমাবেশে

মালদার হরিশ্চন্দ্রপুরের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লাভলি খাতুন নিজের পদ হারিয়েছিলেন বাংলাদেশি নাগরিক হওয়ায়। তদন্ত সূত্রে জানা গিয়েছিল যে, লাভলি খাতুন বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন। এরপর এক ব্যক্তিকে বাবা বলে পরিচয় দিয়ে ভারতীয় নথি বানিয়েছেন তিনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সেই কারণেই লাভলি খাতুনের পঞ্চায়েতের সদস্যপদ খারিজ করে দেন মহকুমাশাসক। ফলে প্রধান পদ-ও চলে যায় তাঁর। এবার সেই বাংলাদেশি নাগরিক লাভলিকে দেখা গেল কলকাতার একুশের সমাবেশে যোগ দিতে।

ভাইরাল ভিডিও

সম্প্রতি রাজ্য বিজেপির এক্স হ্যান্ডেলে লাভলি খাতুনের একুশের সমাবেশে যোগ দেওয়ার একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে ক্যাপশনে বিজেলো জানান যে, “মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল কংগ্রেস প্রধান লাভলি খাতুন বাংলাদেশি হওয়ার কারণে তাঁর সদস্যপদ হারিয়েছিলেন, এখন তিনি ২১ জুলাই কলকাতায় তৃণমূলের সমাবেশে যোগ দিতে এসেছেন!”

আর এই অবস্থায় বিজেপি প্রশ্ন তুলছে যে, লাভলি খাতুনকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে প্রশাসন, তারপরও কেন ওই তৃণমূল নেত্রীকে রাজ্য প্রশাসন পুশ ব্যাক করছে না?

আরও পড়ুন: ‘আমি ঘেয়ো কুকুর নাকি?’ দলবদলের প্রসঙ্গ উঠতেই বিস্ফোরক দিলীপ ঘোষ

সমাবেশের আগে নয়া বিতর্ক

উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই ভিনরাজ্যে বাঙালিদের হয়রানি নিয়ে সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এর প্রতিবাদে গত ১৬ জুলাই রাজপথে মিছিল বের করা হয়েছিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। অভিযোগ তোলা হয়েছিল বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিকদের এবং অত্যাচার করা হচ্ছে।

এদিকে বিজেপির অভিযোগ বহু মানুষের কাছ থেকে ভুয়ো আধার কার্ড পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় একুশের সমাবেশে তৃণমূলের ‘বাংলাদেশি নেত্রী’ যোগ আরও বিতর্কের সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group