বাঙালি ইস্যুতে মমতাকে বিঁধতেই জুটল ‘ফ্লপ অভিনেত্রী’র কটাক্ষ, পাল্টা দিলেন ‘অনুপমা’ রুপালী

Published on:

Rupali Ganguly Mamata banerjee Anupamaa

প্রীতি পোদ্দার, কলকাতা: ফ্লপ অভিনেত্রী বলায় রেগে কাঁই হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী রূপালী গাঙ্গুলি! সোশ্যাল মিডিয়ায় এক তৃণমূল নেতাকে যোগ্য জবাব দিতে তীব্র প্রক্রিয়া জানালেন তিনি। সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়লেন না এই অভিনেত্রী। কিন্তু কী নিয়ে শুরু হয়েছিল এই দ্বন্দ্ব? সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

বিজেপিকে তোপ মমতার

আসলে বিতর্কের সূত্রপাত হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে সাম্প্রতিক একটি পোস্টকে ঘিরে। যেখানে জনপ্রিয় অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপালী গাঙ্গুলি পাল্টা মন্তব্য করেছিলেন। আসলে বিগত কয়েকদিন ধরে ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার এবং বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশী তকমা দেওয়ার অভিযোগ উঠছে। আর সেই অভিযোগের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় আসামে বিজেপির রাজনৈতিক এজেন্ডা নিয়ে মন্তব্য করেছিলেন। আর সেই পোস্টের ভিত্তিতে পাল্টা কটাক্ষ করেছিলেন রূপালী গাঙ্গুলি।

মমতাকে কটাক্ষ বিজেপি নেত্রীর

তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট বলেছিলেন যে, “অন্যান্য রাজ্যে বাঙালিদের জন্য কুমিরের কান্না করার আগে, মমতা দিদির উত্তর দেওয়া উচিত যে পশ্চিমবঙ্গে বাঙালিদের কে রক্ষা করবেন? তাঁর শাসনকালেই সন্দেশখালি থেকে মুর্শিদাবাদ পর্যন্ত, বাঙালিদের উপর নির্মম অত্যাচার হয়েছে। বাংলা তার নিজের মানুষের জন্য এতটা অনিরাপদ আর কখনও হয়নি।” বলে দিই, অনুপমা খ্যাত রুপালী গাঙ্গুলি ২০২৪ এ বিজেপিতে যোগদান করেছিলেন।

সেই সময় পাল্টা ওই পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানাতে তৃণমূল কর্মী নীলাঞ্জন দাস একটি পোস্ট করে লিখেছেন যে, “ভারতের সবচেয়ে প্রবীণ রাষ্ট্রনায়কের একজন ফ্লপ সাবান অভিনেত্রীর বক্তৃতার প্রয়োজন নেই।”

আরও পড়ুন: কলকাতায় ২১ জুলাইয়ের সমাবেশে বাংলাদেশি লাভলি খাতুন, ভিডিও পোস্ট করল বিজেপি

তৃণমূল নেতাকে যোগ্য জবাব নেত্রীর

এদিকে তৃণমূল নেতার সেই মন্তব্য শুনে রেগে লাল বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রূপালী গাঙ্গুলি। রিটুইট করে প্রতিক্রিয়া দেন যে, “আপনার তথাকথিত ‘সবচেয়ে প্রবীণ মহিলা নেত্রী’ কি জনসেবক নন, নাকি তিনি এমন একজন স্বৈরশাসক যাকে প্রশ্ন করা যাবে না? তবে আপনি যদি ইতিমধ্যেই তাঁর একনায়কত্ব মেনে নিয়ে থাকেন, তাহলে একনায়কত্ব গ্রহণের জন্য অভিনন্দন। ক্লাসিক টিএমসি আচরণ।” এর জন্য অনেক নেটিজেন আবার রুপালী গাঙ্গুলিকে সমর্থন করেছেন।

প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২৪ সালের মে মাসে, লোকসভা নির্বাচনের আগে ‘অনুপমা’ খ্যাত রূপালী গাঙ্গুলি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে রূপালী তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন একজন শিশুশিল্পী হিসেবে ‘সাহেব’ (১৯৮৫) নামের ছবিতে, কিন্তু তিনি ‘সঞ্জীবনী’ এবং ‘সারাভাই বনাম সারাভাই’ এর মতো টিভি অনুষ্ঠানের মাধ্যমে খ্যাতি অর্জন করেন, যেখানে তিনি আইকনিক মনিষা চরিত্রে অভিনয় করেছিলেন।

সঙ্গে থাকুন ➥