টাকা পাঠালে লাগে না চার্জ, তবুও Google Pay ও PhonePe-র আয় ৫০৬৫ কোটি! কীভাবে?

Published on:

UPI Revenue

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান যুগে ইউপিআই ব্যবহার করে না, এমন লোকের সংখ্যা হয়তো হাতেগোনা কয়েকজন। তবে আমরা সবাই জানি, ইউপিআই-তে টাকা পাঠানো সম্পূর্ণ ফ্রি। কোনো অতিরিক্ত চার্জ দেওয়া লাগে না। তবে আপনি কি জানেন, এই ফ্রি পরিষেবা দিয়ে Google Pay ও PhonePe গত বছরে 5065 কোটি টাকার বেশি আয় (UPI Revenue) করেছে?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, যে কীভাবে সম্ভব হল এই বিরাট পরিমাণে রেভিনিউ? চলো জেনে নেওয়া নেওয়া যাক, এই ডিজিটাল পেমেন্ট অ্যাপগুলির ব্যবসায়ী কৌশল ঠিক কী রয়েছে, যেখান থেকে বিনা খরচে পরিষেবা দিয়েও এত মোটা টাকা আয় করছে!

স্পিকারই আয়ের আসল রহস্য

দোকানে গিয়ে অনলাইনে পেমেন্ট করার সময় হয়তো নিশ্চয়ই শুনেছেন, “PhonePe-তে 100 টাকা এসেছে।” আসলে এই ঘোষণার পেছনে রয়েছে ছোট্ট একটি ভয়েস স্পিকার। আর সেটিই PhonePe-র ইনকামের আসল জায়গা। আসলে এই স্পিকারগুলি সাধারণত দোকান বা ছোট ব্যবসায়ীরা ভাড়া নেয় প্রতি মাসে 100 টাকায়। আর গোটা দেশে প্রায় 30 লক্ষের বেশি দোকানে এই পরিষেবা চলছে। অর্থাৎ, শুধুমাত্র একটি পরিষেবার মাধ্যমেই PhonePe বছরের প্রায় 360 কোটি টাকা আয় করছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বিজ্ঞাপনের মাধ্যমেও আয়

এবার আমরা অনেক সময় Google Pay বা PhonePe থেকে পেমেন্ট করার পর একটি স্ক্র্যাচ কার্ড দেখতে পাই, যার মধ্যে 5 টাকা বা 10 টাকার ক্যাশব্যাক, কিংবা কোনো ব্র্যান্ডের কুপন থাকে। আদতে এই স্ক্র্যাচ কার্ড একটি বিজ্ঞাপন। Google Pay বা PhonePe-কে বিভিন্ন কোম্পানি থেকে টাকা দেওয়া হয়, তাদের প্রোডাক্ট অফারগুলিকে তুলে ধরার জন্য। আর এতে যেমন গ্রাহকরা খুশি হয়ে পুরষ্কার জেতে, তেমনই ওই ব্রান্ডের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয় করে নেয় Google Pay বা PhonePe-র মতো কোম্পানিগুলি।

আরও পড়ুনঃ বদলে গেল ফ্লাইটে লাগেজের নিয়ম! না জানলেই হবে মোটা অঙ্কের ফাইন

সফটওয়্যার ও লোন পরিষেবা

আসলে ইউপিআই শুধুমাত্র পেমেন্ট সিস্টেম নয়, বরং Google Pay ও PhonePe এটিকে পুরো সফটওয়্যার সার্ভিসে রুপান্তর করেছে। দোকানদারদের জন্য রয়েছে জিএসটি সহায়তা, ইন ভয়েস তৈরি করার টুলস। আবার ছোট ব্যবসায়ীদের জন্য রয়েছে মাইক্রো লোন বা ঋণ। এর পাশাপাশি রিচার্জ, বিল পেমেন্ট, ইন্সুরেন্স প্রিমিয়াম জমা দেওয়ার মতো একাধিক সুবিধা রয়েছে। আর এই সমস্ত পরিষেবা থেকেই কোম্পানি বিভিন্ন রকম ভাবে ইনকাম করে নেয়। কখনো কোম্পানিগুলির কাছ থেকে সাবস্ক্রিপশন ফি, আবার কখনো কমিশনের মাধ্যমে মোটা অংকের টাকা পকেটে ঢোকায় Google Pay বা PhonePe!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group