‘রাজনৈতিক যুদ্ধ অন্য জায়গায় করুন’, মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা নিয়ে বিস্ফোরক প্রধান বিচারপতি

Published on:

Mamata Banerjee Contempt Case In Supreme Court

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে প্রতীক্ষার অবসান! ছাব্বিশের ভোটের আগে আর ঝড় বৃষ্টির মাঝেই ২১ এর মহা সমাবেশ। এই বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ ২১ জুলাই কর্মসূচি। শিয়ালদা থেকে এজেসি বোস রোড, এস এন ব্যানার্জি রোড, হাওড়া ব্রিজ থেকে ব্রেবোর্ন রোড, ডালহৌসি হয়ে চারিদিক থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা মিছিল করে একসাথে জোটবদ্ধ হচ্ছেন ধর্মতলায়। এদিকে একই দিনে এবার সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি উঠল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মমতার বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে

‘আনন্দবাজার’ রিপোর্ট অনুযায়ী, চলতি বছর এপ্রিলে সর্বোচ্চ আদালতের রায়ে ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়ায় রাতারাতি প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। আর সেই চাকরি বাতিল মামলার রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল ‘আত্মদীপ’ নামে একটি সংগঠন।

আজ, ২১ জুলাইয়ের দিন সেই মামলার আজ শুনানি হল সুপ্রিম কোর্টে। এদিন প্রধান বিচারপতির বেঞ্চে ছিলেন বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জরিয়া।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ক্ষুব্ধ প্রধান বিচারপতি

আদালতের তরফে জানা গিয়েছে এদিন মামলাকারীর আইনজীবী মনিন্দর সিং প্রধান বিচারপতি বিআর গভাইয়ের কাছে আর্জি জানান মামলাটির শুনানি আপাতত মুলতুবি রাখার। তাঁর দাবি, অ্যাটর্নি জেনারেলের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। তখনই পাল্টা মন্তব্য করেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, ‘‘আপনি নিশ্চিত, যে অনুমতি পাবেন? কোর্টকে রাজনীতিকরণ করার চেষ্টা করবেন না। আইন ও বিচারব্যবস্থার পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব, সে ব্যক্তি যেই হোক না কেন। তাই আপনাদের রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করবেন।’’

আরও পড়ুন: জমি-বাড়ি রেজিস্ট্রেশনে চালু হচ্ছে ফেস রিকগনিশন প্রযুক্তি, উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের

পরবর্তী শুনানি কবে?

এমনকি এদিন প্রধান বিচারপতি মামলার ‘যৌক্তিকতা’ নিয়ে প্রশ্ন করেন এবং বলেন, ‘আমাদের এখনই মামলা খারিজ করে দেওয়া উচিত নয় কি?’ যদিও প্রধান বিচারপতির মুখে মামলার ‘যৌক্তিকতা নিয়ে শঙ্কা’র কথা শোনা গেলেও, তা তিনি আজ খারিজ করে দেননি। বরং মামলার পরবর্তী শুনানি চার সপ্তাহ পর হবে বলে স্পষ্ট জানিয়ে দেন আদালতে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group