অপমানের প্রতিশোধ নিতে ৭ বছরের শিশুকে ১৮ বার কোপ মেরে খুন!

Published:

7-year-old boy stabbed to death 18 times with sharp weapon Haryana Crime
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপমানের প্রতিশোধ নিতে এক ৭ বছর বয়সী শিশুকে 18 বার ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্থানীয় এক নাবালকের বিরুদ্ধে। ঘটনাস্থল, হরিয়ানার গুরুগ্রামের কেএমপি এক্সপ্রেসওয়ের পার্শ্ববর্তী অঞ্চল। ইতিমধ্যেই অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ।

অপমানের প্রতিশোধ নিতেই এতকিছু!

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত নাবালককে হেফাজতে নেওয়ার পর স্বীকারোক্তিতে সে জানায় যে, নিজের এবং তাঁর বাবার অপমানের প্রতিশোধ নিতেই ওই শিশুটিকে নৃশংস ভাবে হত্যা করেছে সে।

16 বছর বয়সী ওই অভিযুক্তের দাবি, দুমাস আগে মৃত 7 বছর বয়সী আশীষের বাবার ফোন চুরি করেছিল সে। যেই ঘটনা ওই শিশুটি তাঁর বাবাকে জানিয়ে দেওয়ার পর, কমল নামক ওই ব্যক্তি তাঁর কাছ থেকে চুরি যাওয়া ফোনটি কেড়ে নেন এবং শুধু তাই নয়, চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর অভিযুক্ত এবং তাঁর বাবাকে সকলের সামনে কার্যত মাথা নত করে ক্ষমা চাইতে হয়েছিল।

আর এই অপমানই মেনে নিতে পারেননি ওই নাবালক। ক্রমশ বাড়ছিল প্রতিশোধের আগুন। শেষমেষ নিজেকে সামলাতে না পেরে অপমানের প্রতিশোধ নিতে ওই শিশুটির ওপর 18 বার ধারালো অস্ত্র দিয়ে প্রহার করে 16 বছর বয়সী ওই কিশোর।

অভিযুক্তকে আদালতে হাজির করেছে পুলিশ

অপমানের প্রতিশোধ নিতে 7 বছরের আশীষের ওপর অমানবিক অত্যাচার চালিয়েছে ওই নাবালক। মূলত দীর্ঘদিন জমে থাকা ক্ষোভের বশে ওই শিশুটিকে হত্যার দায় স্বীকার করতেই সোমবার অভিযুক্তকে আদালতে হাজির করে পুলিশ।

 

অবশ্যই পড়ুন: ঢাকায় ভয়াবহ দুর্ঘটনা! কলেজ ক্যাম্পাসে ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার F-7 বিমান

প্রসঙ্গত, ওই অভিযুক্ত পুলিশকে জানিয়েছে, শনিবার রাতে খেলার সময় সে আশীষকে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর কালওয়াড়ি গ্রামের কাছে ঘর থেকে একটি ধারালো অস্ত্র বের করে 18 থেকে 20 বার ওই শিশুটির ওপর আঘাত করে সে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। আর তারপরই ওই নাবালককে গ্রেফতার করে পুলিশ।

আরওCrimeDeath
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join