প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে স্বস্তি! পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বা DA নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। জানা গিয়েছে খুব শীঘ্রই এবার রাজ্যের মহার্ঘ ভাতার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের মামলাগুলির অগ্রিম লিস্ট বা অ্যাডভান্সড লিস্ট। আর সেই লিস্টে রয়েছে DA মামলার ক্রমসংখ্যার উল্লেখ।
কবে হবে মামলার পরবর্তী শুনানি?
২০১৬ সাল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। প্রথমে এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। এর আগে প্রতিটি ক্ষেত্রে একের পর এক জয় লাভ করে এসেছে।
এমতাবস্থায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলায় এবার এক বড় আপডেট সামনে উঠে এল। DA আন্দোলনকারী তথা সরকারি কর্মীদের নেতা মলয় মুখোপাধ্যায়ের ফেসবুক পস্তে জানিয়েছেন যে, আগামী ৪ আগস্ট সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কত নম্বর স্থানে রয়েছে এই মামলা?
সুপ্রিম কোর্ট সম্প্রতি ৪ আগস্টের শুনানির জন্য একটি অগ্রিম তালিকা প্রকাশ করেছে। যেখানে ৫০০টিরও বেশি মামলার উল্লেখ রয়েছে। তার মধ্যে DA মামলাটি ৬৯ নম্বরে স্থান পেয়েছে। সেক্ষেত্রে এই মামলাটি তালিকার উচ্চস্থানে থাকায় মামলাটির গুরুত্ব এবং শুনানির সম্ভাবনা স্পষ্টভাবে নির্দেশ করে। যার দরুন কর্মচারীদের মধ্যে উৎসাহ বেড়েছে।
আশা করা হচ্ছে, এই শুনানি মামলার চূড়ান্ত নিষ্পত্তির দিকে একটি বড় পদক্ষেপ হতে চলেছে। জানা গিয়েছে, এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার সমন্বিত বেঞ্চে।
আরও পড়ুন: দুয়ারে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৪ জেলায় তেড়ে আসছে বৃষ্টি, আজকের আবহাওয়া
এই মামলার শুনানি সকাল ১১:০০ থেকে ১১:৩০-এর মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মামলায় ২৫ শতাংশ DA বকেয়া সংক্রান্ত বিষয়গুলি যেহেতু জড়িত রয়েছে, তাই এই মামলাটি এখন আর শুধু আর্থিক দাবির মধ্যে সীমাবদ্ধ নেই, এটি কর্মীদের অধিকার এবং আত্মসম্মানের লড়াইয়ে পরিণত হয়েছে।
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরাম ছাড়াও সরকারি কর্মচারী পরিষদ ও সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। এবার দেখার পালা কার জয় হয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |