বিক্রম ব্যানার্জী, কলকাতা: উলুবেড়িয়াবাসীর জন্য আনন্দের খবর! এবার হাওড়ার প্রসিদ্ধ শহরের সিনেমা প্রেমীদের একদণ্ড স্বস্তি দিতে ডোম থিয়েটার বা ডোম সিনেমা হল তৈরি করছে কফি হাউস ক্লাসিক। হ্যাঁ, উলুবেড়িয়ার এই নামজাদা ক্যাফে কর্তৃপক্ষের হাত ধরেই একেবারে রাজকীয়ভাবে পছন্দের সিনেমা দেখার সৌভাগ্য হবে হাওড়া তথা উলুবেড়িয়ার একটা বড় অংশের সিনেমা পাগল মানুষের।
সিনেমা দেখার অনুভূতি হবে দ্বিগুণ
সম্প্রতি উলুবেড়িয়ার জনপ্রিয় ক্যাফে অর্থাৎ কফি হাউস ক্লাসিকের ফেসবুক পোস্ট মারফত জানা গেল, শহরের সিনেমাপ্রেমীদের মুভি দেখার অনুভূতিকে দ্বিগুণ করতে শীঘ্রই উলুবেড়িয়ার বুকে লাক্সারি ডোম সিনেমা হল আনতে চলেছে তারা।
ফেসবুক পোস্ট বলছে, পছন্দের মানুষের সাথে রোমান্টিক ডেট হোক কিংবা পরিবারের সাথে সিনেমা দেখার প্ল্যান, এবার সব ক্ষেত্রেই শহরবাসীর চাহিদা পূরণ করবে কফি হাউস ক্লাসিক। এক কথায়, আসন্ন বিশ্বমানের ডোম থিয়েটারে নিজের পছন্দের মানুষের সাথে একেবারে রাজকীয়ভাবে সিনেমা দেখার পাশাপাশি অর্ডার করে নিতে পারবেন নানান প্রিয় খাবারও।
কফি হাউস ক্লাসিকের দাবি অনুযায়ী, শহরবাসীর মনে সিনেমা দেখার অনুভূতিকে নতুন মাত্রা দিতে ওই ডোম থিয়েটারে থাকছে, উন্নতমানের প্রিমিয়াম সিটিং ফ্যাসিলিটি থেকে শুরু করে HD প্রজেকশন, ডলবি সাউন্ড সহ সবকিছু।
অবশ্যই পড়ুন: ডার্বির আগেই কেরলের স্ট্রাইকারকে সই করানো নিয়ে টানাপোড়েন ইস্টবেঙ্গলে
ওই ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, উলুবেড়িয়ার বুকে খুলতে চলা এই ডোম সিনেমা হল নাকি পশ্চিমবঙ্গের প্রথম ডোম সিনেমা বা ডোম থিয়েটার হতে চলেছে! যদিও এ বিষয়ে দ্বিমত থাকবে অনেকেরই! তবে কফি হাউস ক্লাসিক বলছে, এই সিনেমা হল একবার চালু হয়ে গেলে উলুবেড়িয়া শহর থেকে একেবারে সিনেমার রাজ্যে পদার্পণ করবে!
🎬✨ উলুবেড়িয়াতে এবার সিনেমা দেখার অভিজ্ঞতা হবে একদম রাজকীয়! – Coming Soon! 🫶🏻
Coffee House Classic নিয়ে এল Uluberia-র…
Posted by Coffee House Classic on Sunday, July 20, 2025
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |