প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতি বছর, ২১ জুলাইয়ে বৃষ্টি হবেই হবে। কালো আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি, সারি সারি লোক সামনে ছাতা মাথায় দিতে ভিড় বাড়াবে এটাই স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের শহীদ মঞ্চে। তবে এবার সেই চিত্র সম্পূর্ণ আলাদা। বৃষ্টি হয়নি একফোঁটাও। বদলে ছিল তীব্র রোদের দাপট। এমন আবহাওয়া দেখে আপ্লুত সমাবেশে আসা কর্মী সমর্থকরা। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী নিজেই এবার বৃষ্টি না হওয়ার কারণ ব্যাখ্যা করলেন।
মঞ্চ থেকেই বিরাট বার্তা মমতার
গতকাল অর্থাৎ, সোমবারের ২১ জুলাইয়ের মঞ্চ থেকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো? এবার নতুন খেলা শুরু হয়েছে। চোখ দিয়ে জল নয়, এবার আগুন বেরবে। সেই আগুনে যারা কুৎসা করছে, অপপ্রচার করছে, তাদের ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে তৃণমূল কংগ্রেস।” মঞ্চ থেকেই বিজেপি এবং বামেদের তোপ দেগেছেন তিনি। প্রতিবার বৃষ্টির মধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় একই মঞ্চে বৃষ্টির মধ্যে ভিজে বক্তৃতা প্রদান করতে।
পরিষ্কার আবহাওয়া নিয়ে স্পষ্ট ব্যাখ্যা মমতার
মমতা নিজে বলেন যে, এই বৃষ্টি তাঁর কাছে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। তাঁর কথায়, “যদি মনে করেন এটা আশীর্বাদ-আশীর্বাদ, যদি মনে করেন শহিদদের চোখের জল-চোখের জল, এই জলটা একটু থাকে। কারই এই জল ছাড়া মানুষ বাঁচে না।” তবে এবার সেই আবহাওয়া নেই। বিগত কয়েকদিন ভারী বৃষ্টি হলেও গতকাল বৃষ্টি দেখা যায়নি দক্ষিণবঙ্গে।
For 33 years, since 1993, we have solemnly observed Shahid Dibas to honour the 13 brave souls who laid down their lives in defence of democracy and the constitutional rights of the people. Their sacrifice is etched into Bengal’s collective conscience. I have always believed,… pic.twitter.com/2331NvID6V
— Mamata Banerjee (@MamataOfficial) July 21, 2025
তার বদলে উল্টে ভ্যাপসা গরমের পাশাপাশি তুখোড় রোদের দাপট দেখা গিয়েছে। যা নিয়ে একাধিক তৃণমূল নেতা এই সংকেতকে শুভ সংকেত হিসেবে আখ্যা দিয়েছেন। বিমান ব্যানার্জি, শোভনদেব চ্যাটার্জি, সুজিত বসু সকলেই সেই কথা জানিয়েছেন।
আরও পড়ুন: শুধুই ডিম-ভাত নয়, আজ একুশে জুলাইয়ের মেনুতে কী কী ছিল জানলে জিভে জল আসবে
নির্বাচনে বিরাট লক্ষ্য মমতার
তবে এই ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে পড়েন সাংসদ শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, শতাব্দী রায় এবং বিধায়ক মদন মিত্ররা। তড়িঘড়ি তাঁদের অ্যাম্বুল্যান্স ডেকে সভামঞ্চ থেকে বের করে নিয়ে যাওয়া হয় বলেই জানা গিয়েছে। তবে সকলে এখন সুস্থই আছে। এদিন শহীদের সভামঞ্চ থেকেই দলের কর্মীদের ভোটযুদ্ধে প্রস্তুতির বার্তা দেন তৃণমূল নেত্রী।
তিনি বলেন, “এবার খেলায় বিজেপিকে বোল্ড আউট করতে হবে। একেবারে ছক্কা মারতে হবে।” অর্থাৎ স্পষ্ট ইঙ্গিত বিজেপিকে মাঠের বাইরে পাঠানোর লক্ষ্যেই এবার তৃণমূলের ‘নতুন খেলা’ শুরু হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |