বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঢাকার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বায়ুসেনার F-7 BGI প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওপার বাংলায়। ওপারের এমন ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এপার বাংলার মানুষজনও। এহেন আবহে উঠে আসছে এক চাঞ্চল্যকর খবর। জানা যাচ্ছে, সোমবারের ওই বিমান দুর্ঘটনা নিয়ে আগের দিন অর্থাৎ রবিবার সতর্কবার্তা দিয়ে রেখেছিল অ্যানোনিমাস মেইন পেজ নামক একটি ফেসবুক পেজ।
দুর্ঘটনার আগের দিন পোস্ট হওয়া ওই সতর্কবার্তায় বলা হয়েছিল, একটি স্কুল ভবন ধসে পড়তে চলেছে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে। আর ঠিক সেই মতোই সোমবার দুর্ঘটনার পর ফের ওই পেজ থেকে নতুন পোস্ট আসতে থাকে। যার মধ্যে একটিতে বলা হয়েছিল, এই জন্যই আমরা অ্যানোনিমাস। আমরা আগে থেকেই সতর্কবার্তা পাঠাই। আর এর পর থেকেই রহস্যময় পেজ নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে বাংলাদেশ!
অবশ্যই পড়ুন: অনুভূতি হবে দ্বিগুণ! উলুবেড়িয়ার বুকে খুলতে চলেছে লাক্সারি ডোম সিনেমা হল

পেজটির দাবি উড়িয়ে দিচ্ছেন বাংলাদেশের অনেকেই
বিমান দুর্ঘটনার পর ওই রহস্যজনক ফেসবুক পেজের পোস্ট ঘিরে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যদিও অ্যানোনিমাস নামক ওই পেজটির দাবি উড়িয়ে দিয়েছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি বাংলাদেশের প্রাক্তন ফ্যাক্টচেক বিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির। তাঁর দাবি, এই পেজ থেকে আসলে অনলাইন গেমিং বা জুয়া সংক্রান্ত পোস্ট করা হয়।
এরপরই শিশির বাবু জানান, প্রথমত এটি অ্যানোনিমাস হ্যাকার গ্রুপের সংশ্লিষ্ট কিছু নয়। এই পেজ অ্যানোনিমাসের অফিসিয়াল পেজ নয়। দ্বিতীয়ত এই পেজটি পুরোপুরি অনলাইন জুয়ার জন্য পরিচালিত হয়। এরপরই তিনি বলেন, বাংলাদেশের নাম উল্লেখ না করে যে পোস্টটি করা হয়েছে তাতে বলা হয়েছিল স্কুলের ভবন ধসে পড়বে। কিন্তু আদতে তা ঘটেনি। স্কুলের ভবন ধসে পড়েনি।
এছাড়াও যারা মারা গিয়েছেন কেউ ভবনের ব্যবস্থাপনা সংক্রান্ত কারণে মারা যাননি। যারা মারা গিয়েছেন তাদের মৃত্যুর একমাত্র কারণ বিমান বিস্ফোরণ। সব মিলিয়ে, এদিন ওই ফেসবুক পোস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে অ্যানোনিমাসের দাবি উড়িয়ে এই ধরনের গুজবে কান না দেওয়ার আহবান জানান তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের বহু বিশেষজ্ঞ এই ধরনের ফেসবুক পোস্ট থেকে সাধারণ মানুষকে বিরত থাকার অনুরোধ করেছেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |