সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে UPI-র মাধ্যমেই সবাই দৈনন্দিন খরচ মেটাচ্ছে। বাজার করা কিংবা গাড়ি ভাড়া, মোবাইল রিচার্জ কিংবা অনলাইন শপিং, স্ক্যান করলেই মিটে যাচ্ছে ঝামেলা। তবে আপনি ভাবুন তো, আপনি যেটা প্রতিদিন করে চলেছেন, তার জন্য যদি ব্যাঙ্ক আপনাকে প্রতি মাসে 625 টাকা ফেরত (UPI Cashback) দেয়, তাহলে কেমন হবে? হ্যাঁ, ঠিক এমনই এক অফার নিয়ে এসেছে ডিসিবি ব্যাঙ্ক।
কীভাবে মিলবে এই ক্যাশব্যাক?
জানা যাচ্ছে, ডিসিবি ব্যাঙ্কের হ্যাপি সেভিংস অ্যাকাউন্ট খুললে আপনি প্রতিটি ইউপিআই ডেবিট লেনদেনের উপর নির্দিষ্ট পরিমাণে ক্যাশব্যাক পাবেন। যেখানে মাসে সর্বাধিক 625 টাকা এবং বছরে সর্বাধিক 7500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে। আর এই ক্যাশব্যাক সরাসরি আপনার অ্যাকাউন্টে প্রতি তিন মাস অন্তর জমা পড়বে বলে জানা গিয়েছে।
কী কী শর্ত মানতে হবে?
এই অফার পেতে গেলে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। প্রথমত অ্যাকাউন্টে গড় মাসিক ব্যালেন্স 10,000 টাকা বজায় রাখতে হবে এবং ত্রৈমাসিক গড় ব্যালেন্স 25,000 টাকা বা তার বেশি থাকতে হবে। এমনকি প্রতিটি UPI ট্রানজেকশনের পরিমাণ কমপক্ষে 500 টাকা হতে হবে।
তবে এই হ্যাপি সেভিংস অ্যাকাউন্টে আপনি আরও বেশ কিছু সুবিধা পাবেন। প্রথমত, ডিসিবি ব্যাঙ্কের এটিএম থেকে আনলিমিটেড ফ্রি ট্রানজেকশনের সুবিধা পাবেন। দ্বিতীয়ত, RTGS, NEFT এবং IMPS ট্রান্সফার মিলবে একদম সম্পূর্ণ ফ্রিতে। পাশাপাশি অ্যাকাউন্ট খোলার জন্য সহজে অনলাইনে করতে পারবেন।
Want to get up to 25 rs cashback per upi transaction
Read below
You open an account with DCB Bank
Ac:- DCB Happy saving account pic.twitter.com/DU7H4KG0Lg— Manish Kumar (@manishdhalla) July 20, 2025
কাদের জন্য এই অ্যাকাউন্ট?
আসলে যারা প্রতিদিন ইউপিআই ব্যবহার করে এবং প্রতি মাসে বেশ কিছু লেনদেন করে, তাদের জন্য হ্যাপি সেভিংস অ্যাকাউন্ট হতে পারে একেবারে সোনায় সোহাগা। ধরুন, আপনি প্রতি মাসে 20টি ট্রানজেকশন করেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই 500 থেকে 625 টাকা পর্যন্ত ক্যাশবাক জিতে নিতে পারেন। আর বছরের হিসেবে তা দাঁড়াবে প্রায় 7500 টাকা।
আরও পড়ুনঃ Visa-কে পেছনে ফেলে বিশ্বসেরার মুকুট পড়ল UPI! প্রকাশ্যে এল IMF-এর রিপোর্ট
তাই অবশ্যই ডিসিবি ব্যাঙ্কের যেকোনো শাখা বা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করুন। এক্ষেত্রে শুধু প্রয়োজন হবে প্যান কার্ড, আধার কার্ডের মধ্যে কিছু প্রয়োজনীয় নথিপত্র।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |