ডুরান্ড কাপে প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল, কোথায়, কখন, কীভাবে দেখবেন?

Published on:

Find out how and where to watch the Durand Cup 2025 East Bengal match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাখির চোখ ডুরান্ড কাপ। সেই মতোই বুধবার বেঙ্গালুরু সুপার ডিভিশনের দল সাইথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে লাল হলুদ। যার জন্য একপ্রকার হাপিত্যেশ করে বসে রয়েছেন মশাল ব্রিগেডের সমর্থকরা।

লাল হলুদ সূত্রে যা খবর, সেনাবাহিনীর ডুরান্ডের প্রথম ম্যাচে পাওয়া যাবে না দুই নতুন বিদেশি ফুটবলার মিগুয়েল ও কেভিন সিবিলেকে। যদিও এরই মাঝে আশার আলো জুগিয়েছেন প্রধান কোচ অস্কার ব্রুজো। ইস্টবেঙ্গলের হেড স্যার স্পষ্ট জানান, দুজনকে বাদ দিয়ে বাকি 3 বিদেশি অর্থাৎ মহম্মদ রশিদ, সউল ক্রেসপো ও দিমিকে সাউথ ইউনাইটেডের ম্যাচে পাওয়া যাবে।

কিন্তু তা সত্ত্বেও এই তিন বিদেশিকে নিয়ে সন্দেহে রয়েছেন সমর্থকরা! আসলে মাত্র কয়েকদিনের অনুশীলনের পর আদৌ প্রথম একাদশে এই তিন বিদেশি জায়গা পাবেন কিনা সে বিষয়টা যথেষ্ট সংশয়ের। যদিও সবটাই বোঝা যাবে বুধবার ম্যাচ শুরুর পরই।

শৌভিক চক্রবর্তীকে পাওয়া যাবে না প্রথম ম্যাচে

লাল হলুদের তরফে আগেই জানানো হয়েছিল মাঝ মাঠের অন্যতম ভরসা বঙ্গ ফুটবলার শৌভিক চক্রবর্তীর চোট রয়েছে। মূলত সেই কারণেই অনুশীলন সারতে পারছেন না তিনি। তাই বুধবারের ম্যাচে শৌভিককে মাঠে পাবে না দল। তবে চক্রবর্তীকে পাওয়া না গেলেও বুধবারের উদ্বোধনী ম্যাচে সমস্ত বাধা কাটিয়ে মাঠে নামবেন পিভি বিষ্ণু। কেননা, তাঁর ওপর অগাধ ভরসা রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের।

সাউথ ইউনাইটেডকে হালকা ভাবে নিচ্ছে ইস্টবেঙ্গল?

লাল হলুদ যেখানে ডুরান্ড কাপকে পাখির চোখ করে একেবারে আটঘাট বেঁধে নামছে, সেই পর্বে প্রথম ম্যাচের প্রতিপক্ষ বেঙ্গালুরু ডিভিশনের দল সাউথ ইউনাইটেড কিন্তু তরুণ ব্রিগেডে ভরসা রেখেই ডুরান্ডে নাম লিখিয়েছে। আর এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নিজেদের দক্ষতা প্রমাণ করতে চাইছে দলটি। যদিও অনেকেই বলছেন, ইস্টবেঙ্গলের শক্ত সামর্থ বাহিনীর সামনে অনেকটাই কাঁচা এই দল।

তবে ইস্টবেঙ্গল কোচ অস্কার কিন্তু তেমনটা মনে করছেন না। তাঁর বক্তব্য, প্রতিপক্ষের কাছে একাধিক তরুণ ফুটবলার রয়েছে। তাই গোটা ম্যাচে উদ্যাম থাকবে তাদের। ওরা আমাদের থেকে অনেক বেশিদিন ধরে অনুশীলন করেছে। ওদের একেবারেই হালকাভাবে নেওয়া যাবে না। তাছাড়াও সাউথ ইউনাইটেড আই লিগের দ্বিতীয় ডিভিশনে বেশ কয়েকবার অংশ নিয়েছে। এ প্রসঙ্গে সাউথ ইউনাইটেডের কোচ মাহিনুদ্দিন ভাসুদা আবার বলেন, তরুণ ফুটবলারদের নিয়ে তৈরি আমাদের এই দল। ডুরান্ড আমাদের কাছে বড় মঞ্চ।

 

অবশ্যই পড়ুন: রাস্তার ধারে ছোট্ট দোকান! সবজি বিক্রেতাকে ২৯ লাখের GST নোটিস ধরাল কর্তৃপক্ষ

কোথায় দেখা যাবে ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেডের উদ্বোধনী ম্যাচ?

ডুরান্ড কাপের নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে 5টায় শুরু হবে ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেডের উদ্বোধনী ডুরান্ড ম্যাচ। তবে তার আগে আয়োজিত হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এদিন ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বলে রাখি, ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেডের উদ্বোধনী ম্যাচ দেখতে হলে চোখ রাখতে হবে সোনি স্পোর্টস চ্যানেলে। তাছাড়া অনলাইনে অর্থাৎ স্মার্ট ফোনে সোনি লিভ অ্যাপ ডাউনলোড করে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন ।

সঙ্গে থাকুন ➥