মমতাকে নিয়ে লেখা দীপক ঘোষের বই ‘নিষিদ্ধ’ ঘোষণা বারাসত আদালতের

Published on:

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের খবরের শিরোনামে উঠে এল মুখ্যমন্ত্রীকে নিয়ে লেখা বই বিতর্ক। প্রয়াত দীপক ঘোষের লেখা বইটিকে ঘিরে মামলা করলে, সেই মামলার আবেদন গ্রহণ করে বারাসত আদালত। যার ভিত্তিতে এবার আদালতের তরফে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বইটি প্রকাশ, বিক্রি এবং এর কোনও অংশের প্রচারের উপর স্থগিতাদেশ জারি করা হল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ফের বই বিতর্ক আদালতে

প্রয়াত দীপক ঘোষ একসময় তৃণমূল কংগ্রেসের সবচেয়ে ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। শুধু তাই নয় তিনি দীর্ঘ সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দীপক বাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নানা অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরে একটি বই লিখেছিলেন, যার নাম ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি’।

তবে বইটির কিছু অংশ প্রকাশিত হওয়ার আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়েই শুরু হয় বিতর্ক। রীতিমতো বিতর্কের জল পৌঁছয় আদালতের কাঠগড়ায়। এমতাবস্থায় এবার মমতাকে নিয়ে লেখা বইটির বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিল বারাসত আদালত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বই নিয়ে মামলা উঠল হাইকোর্টে

আজতক বাংলার রিপোর্ট অনুযায়ী, আসলে দীপক ঘোষের লেখা বইটির বিরুদ্ধে মামলা করেছিলেন বিধাননগর পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ নাগ। তাঁর দাবি ছিল বইটিতে বেশ কিছু বিতর্কিত ও বিভ্রান্তিকর তথ্য রয়েছে, যা মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি ও ব্যক্তিগত জীবনের উপর বড় প্রভাব ফেলতে পারে ভবিষ্য-এ। সেই কারণেই তিনি বইটির প্রকাশনা ও প্রচারে স্থগিতাদেশ চেয়ে আদালতে যান। আদালত সেই আবেদনটি গ্রহণ করে।

বড় নির্দেশ আদালতের!

গতকাল অর্থাৎ মঙ্গলবার, ২২ জুলাই, এই মামলা প্রসঙ্গে বারাসত আদালতে ফার্স্ট কোর্টের সিভিল জজ পৌলমী পণ্ডিত নির্দেশ দিয়েছেন যে, তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার সহ একাধিক নেতা-নেত্রীর বিরুদ্ধে ‘অপমানজনক’ মন্তব্য থাকার অভিযোগে বইটির প্রকাশনা, বিক্রয়, বিতরণ এবং প্রচারে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা আগামী ১৭ সেপ্টেম্বরের পরবর্তী শুনানি পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে আদালত।

আরও পড়ুন: গলায় ফাঁস দিতে যাওয়া যুগলকে দেবদূত হয়ে উদ্ধার কালনা থানার SI ওয়াসিম আক্রমের

এমনকী বারাসত আদালতের তরফে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে যে অংশবিশেষ ছড়িয়ে পড়েছে, সেগুলির প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রাক্তন IAS, তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীপক ঘোষ বই লিখেছেন। সেখানে আমার মা এবং বাবাকে নিয়েও অনেক কিছু লেখা ছিল। সে সব বিতর্কিত।’

তিনি আরও বলেন, ‘আমরা আইনি পদক্ষেপ করি। আলিপুর আদালতে একটি মামলা করা হয়। অন্য একটি মামলা করা হয় বারাসত আদালতে।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group