২০ আগস্ট থেকেই অনলাইনে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড! বিজ্ঞপ্তি WBCHSE-র

Published on:

Higher Secondary Online Admit Card

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের বাড়ানো হল সময়সীমা! ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে এবার ১৩ আগস্ট নয়, উচ্চ মাধ্যমিকের অনলাইন অ্যাডমিট কার্ড দেওয়া হবে আগামী ২০ আগস্ট থেকে। এছাড়াও শিক্ষা সংসদের তরফে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অনলাইনে এনরোলমেন্ট ফর্ম পূরণ এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়েও নেওয়া হয়েছে বড় পদক্ষেপ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অনলাইনে কবে মিলবে অ্যাডমিট কার্ড?

গত সোমবার অর্থাৎ ২১ জুলাই, একটি বিজ্ঞপ্তি দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে যে ছাত্র-ছাত্রীদের কথা ভেবে একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন ৩১ শে জুলাই, এবং দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম ফিলাপ ৭ আগস্ট পর্যন্ত বাড়ানো হল।

আগে সংসদের তরফে জানানো হয়েছিল যে, ১৩ আগস্ট অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তবে অনেকের নানা সমস্যা দেখা দেওয়ায় তাই বাধ্য হয়ে অ্যাডমিট কার্ড প্রদানের সময় বাড়ানো হল। জানা গিয়েছে উচ্চ মাধ্যমিকের অনলাইন অ্যাডমিট কার্ড ২০ আগস্ট থেকে ডাউনলোড করা যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এনরোলমেন্ট ফর্ম নিয়ে বড় আপডেট

অ্যাডমিট কার্ডের জন্য অনলাইন এনরোলমেন্ট করা যাবে ৭ আগস্ট পর্যন্ত। তবে সেক্ষেত্রে দ্বাদশ শ্রেণীর ৯ আগস্ট থেকে ১৩ আগস্ট লেট ফাইন দিয়ে এনরোলমেন্ট ফর্ম পূরণ করা যাবে। অন্যদিকে একাদশ শ্রেণীর ৪ থেকে ৮ আগস্ট পর্যন্ত লেট গাইন করা হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে রেজিস্ট্রেশন ও এনরোলমেন্ট শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে হবে।

তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হল পুরনো বার্ষিক নিয়মের পরীক্ষায় যারা ফেল করেছিল তারা আগামী ৩১ জুলাই পর্যন্ত সেমেস্টার সিস্টেমে পড়াশোনা শুরুর জন্য ফের রেজিস্ট্রেশন করতে পারবেন।

আরও পড়ুন: DA মামলায় রাজ্য সরকারের উপর জোড়া চাপ! দায়ের দু’দুটি আদালত অবমাননার অভিযোগ

এছাড়াও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে সেমেস্টার সিস্টেমে দ্বাদশ শ্রেণীতে পুনরায় পড়াশোনা করার জন্য অপশন ফর্ম জমা দেওয়া যাবে ১১ আগস্ট পর্যন্ত। আগের মার্কশিট সারেন্ডার করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে ৭ আগস্ট। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বাতিল এবং ৯(২) অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়া যাবে আগামী ৭ আগস্ট পর্যন্ত।

তবে ছাত্রছাত্রীদের কাছে এটাই শেষ সুযোগ। এরপর এই সময়সীমাগুলি কোনও অবস্থাতেই আর পরিবর্তন অথবা বাড়ানো হবে না। তাই সঠিক সময়মতো প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group