ফের সেরা ‘পরশুরাম’, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ রইল TRP লিস্ট

Published:

TRP LIST
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ সিরিয়াল প্রেমীদের অপেক্ষার অবসান ঘটল। আজ বৃহস্পতিবার অবশেষে এসে গেল টিআরপি লিস্ট (TRP List)। অর্থাৎ সেই তালিকা যেখান থেকে জানা যাবে কোন সিরিয়াল কত স্কোর করল সে ব্যাপারে। এমনিতে সারা সপ্তাহ মেগাপ্রেমীদের চোখ থাকে টিভি কিংবা ফোনের পর্দায়। কিন্তু বৃহস্পতিবার এলে সকলের হৃদস্পন্দন যেন কয়েক গুণ বেড়ে যায়। এর কারণ লক্ষ্মীবারে জানা যায় কোন মেগা কাকে টেক্কা দিয়ে এগিয়ে গেল কিন্তু পিছিয়ে গেল। এবারেও সেটার ব্যতিক্রম ঘটল না। সবথেকে বড় কথা চলতি সপ্তাহে যে মেগাটি বেঙ্গল টপার হয়েছে তা জানলে অবাক হবেন আপনিও।

বেঙ্গল টপার কোন সিরিয়াল?

আপনিও কি জানতে ইচ্ছুক যে চলতি সপ্তাহে কোন মেগা বেঙ্গল টপার হয়েছে? তাহলে জানিয়ে রাখি, চলতি সপ্তাহেও বেঙ্গল টপার হল স্টার জলসার ‘পরশুরাম…আজকের নায়ক।’ হ্যাঁ একদম ঠিক শুনেছেন। যা কিনা এক কথায় রেকর্ড। কিছু মাস আগে অবধি এরকম রেকর্ড গড়েছিল জি বাংলার ‘পরিণীতা’। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেটিও টিআরপি তালিকার অনেক নিচে নামতে শুরু করে। তবে ইন্দ্রজিৎ এবং তৃণা সাহা অভিনীত পরশুরাম শুরু থেকেই নিজের দাপট দেখাচ্ছে।

আরও পড়ুনঃ লাইনচ্যুত শালিমার-সম্বলপুর এক্সপ্রেস, ফের রেল দুর্ঘটনা ওড়িশায়

চলতি সপ্তাহে এই পরশুরাম বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিয়েছে। এবারে এই মেগার প্রাপ্ত নম্বর ৭.৪। অন্যদিকে সদ্য স্টার জলসার বুকে শুরু হওয়া আরও একটা মেগা ভালো ফল করছে। আর সেটি হল রাজরাজেশ্বরী রাণী ভবানী। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেবেন কোন সিরিয়াল কত নম্বর পেল এই সপ্তাহে।

এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা

  1. পরশুরাম 7.4
  2. ফুলকি 6.9
  3. জগদ্ধাত্রী, চিরসখা 6.6
  4. রাজরাজেশ্বরী রাণী ভবানী 6.5
  5. রাঙ্গামতি তীরন্দাজ, পরিণীতা 6.4
  6. চিরদিনই তুমি যে আমার 5.7
  7. অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ(15 min) 5.5
  8. আমাদের দাদামণি 5.4
  9. কথা 5.3
  10. কোন গোপনে মন ভেসেছে 4.4
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join