সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের স্মার্টফোন বাজারে আবারও নয়া চমক নিয়ে হাজির Realme! হ্যাঁ, সম্প্রতি সংস্থাটি ভারতের বাজারে লঞ্চ করেছে তাদের নতুন 5G সিরিজের দুটি শক্তিশালী স্মার্টফোন Realme 15 5G এবং Realme 15 Pro 5G। যারা ভালো ব্যাটারি ব্যাকআপ, দুর্দান্ত ক্যামেরা আর প্রিমিয়াম ডিজাইন চায়, তাদের জন্য এই ফোন দুটি হতে চলেছে সোনায় সোহাগা।
Realme 15 সিরিজে কী থাকছে?
প্রথম কথা, এই Realme 15 সিরিজের দুটির মডেলেই থাকছে 6.8 ইঞ্চির OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2800×1280 পিক্সেল। এমনকি এর রিফ্রেশ রেট 144Hz। প্রসঙ্গত, ডিসপ্লেটি DC dimming ও PWM প্রযুক্তিকে সাপোর্ট করে, যা চোখের জন্য আরামদায়ক। এমনকি রয়েছে Corning Gorilla Glass 7i প্রোটেকশন।
এবার আমরা পারফরম্যান্স ও প্রসেসর নিয়ে যদি কথা বলি, তাহলে Realme 15 5G-তে থাকছে মিডিয়াটেক Dimensity 7300+ চিপসেট। আর Realme 15 Pro 5G-তে থাকছে কোয়ালকম Snapdragon 7 Gen 4 প্রসেসর। উল্লেখ্য উভয় ফোনেই সর্বাধিক 12GB RAM এবং Android 15 ভিত্তিক Realme UI 6.0 ভার্শন থাকছে।
ব্যাটারি ও ক্যামেরাতে চমক
যারা হাই-পারফরম্যান্স যুক্ত ব্যাটারি চান, তাদের জন্য Realme 15 সিরিজ হতে পারে সেরা। কারণ এই দুটি মডেলই থাকছে 7000mAh-এর বিশাল ব্যাটারি, যা একবার চার্জ দিলেই সারাদিন নিশ্চিন্তে চালানো যাবে। সঙ্গে থাকছে 80W ফাস্ট চার্জিং। ফোনদুটির ওজন মাত্র 187 গ্রাম হলেও, IP68 ও IP69 রেটিং দেওয়া হচ্ছে, যা জল এবং ধুলো প্রতিরোধ করতে পারবে।
এবার ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে সেলফি প্রেমীদের জন্য দারুণ ফোন এই সিরিজ। কারণ এই দুটি ফোনেই থাকছে 50MP ফ্রন্ট ক্যামেরা, যা 4K ভিডিও রেকর্ড করতে পারে। এদিকে Realme 15 5G-তে যাচ্ছে 50MP Sony IMX882 মেইন ক্যামেরা এবং 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। আর Realme 15 Pro 5G-তে থাকছে 50MP Sony IMX896 সেন্সর এবং 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা।
দাম কত এই মডেলের?
যদি Realme 15 5G নিয়ে কথা বলি, তাহলে 8GB + 128GB ভ্যারিয়েন্টের দাম পড়বে 23,999 টাকা, 8GB + 256GB ভ্যারিয়েন্টের দাম পড়বে 25,999 টাকা এবং 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম পড়বে 28,999 টাকা।
আরও পড়ুনঃ ডিভোর্সি মহিলার সাথে ‘লিভ-ইন’ রিলেশন! সাইয়ারা দেখার পরদিনই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
ওদিকে যদি Realme 15 Pro 5G নিয়ে কথা বলি, তাহলে 8GB + 128GB ভ্যারিয়েন্টের দাম পড়বে 28,999 টাকা, 8GB + 256GB ভ্যারিয়েন্টের দাম পড়বে 30,999 টাকা, 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম পড়বে 32,999 টাকা এবং 12GB + 512GB ভ্যারিয়েন্টের দাম পড়বে 35,999 টাকা। উল্লেখ্য, আগামী 30 জুলাই থেকেই ফ্লিপকার্ট, realme.com এবং অফলাইন স্টোরগুলিতে এই ফোন বিক্রি শুরু হবে। ইতিমধ্যেই প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |