প্রীতি পোদ্দার, কলকাতা: ভিন রাজ্যে বাংলা ভাষার মানুষেরা ক্রমেই হেনস্তার শিকার হয়েই চলেছে। আর এই ঘটনা বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। কখনও মারধর তো কখনও আবার খুনের মত নৃশংস হত্যালীলাও চলছে। আর এই আবহে তাই বাংলা ভাষা রক্ষা এবং বাঙালি রক্ষার দায়িত্ব নিয়ে রীতিমতো কোমর বেঁধে নামতে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা আন্দোলনের ডাকের মধ্যেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা পৌরনিগম। বাংলা ভাষাকে অগ্রাধিকার এবং গুরুত্ব দিতে আর করা যাবে না ইংরেজি কিংবা হিন্দিতে প্রশ্ন।
ভাষা আন্দোলনের ডাক মমতার
টিভি ৯ বাংলার রিপোর্ট অনুযায়ী, কিছুদিন আগে, গত, ১৬ জুলাই বুধবার, বিজেপিশাসিত রাজ্যের এই অত্যাচারে রাজপথে নেমে মিছিল বের করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে অবিলম্বে যদি এই অত্যাচার বন্ধ না হয় তাহলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন। এমনকি ২১ জুলাই শহীদ মঞ্চ থেকেও বাঙালি অস্মিতাকে রক্ষার্থে আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা।
বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার
এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে প্রতি শনিবার ও রবিবার করে প্রতিটি জেলার সমস্ত স্তরের নেতাদের মিটিং-মিছিল করার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য আজকের মধ্যে অর্থাৎ ২৬ জুলাইয়ের মধ্যে তৃণমূলের নেতাদের বাংলা ভাষা নিয়ে প্রস্তুতি পর্ব শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে তাই কলকাতা পৌরনিগমের চেয়ারপার্সন মালা রায় অধিবেশনে বাংলায় প্রশ্ন করার নির্দেশ দিয়েছেন কাউন্সিলরদের।
করা যাবে না হিন্দি ও ইংরেজিতে প্রশ্ন
এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী মালা রায় জানিয়েছেন যে, “সাধারণত আমাদের পৌরনিগমের অধিবেশনে বেশিরভাগ বাংলাতেই প্রশ্ন করা হয়। কিছু কিছু ক্ষেত্রে কাউন্সিলররা হিন্দি ও ইংরেজিতে প্রশ্ন করেন। সবাই যাতে বাংলায় প্রশ্ন করেন, সেজন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। মেয়র পারিষদরাও বাংলাতে উত্তর দেবেন। অধিবেশন কক্ষে বাংলা ভাষাটাই তো প্রথম হওয়া উচিত।” তিনি আশা রাখছেন যে, বাংলা ভাষাকে গুরুত্ব দিতে কলকাতা পৌরনিগম প্রথম এমন সিদ্ধান্ত নিলেও আগামী দিনে বিধানসভাও এই সিদ্ধান্ত নেবে। যদিও এই সিদ্ধান্ত নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
আরও পড়ুন: নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে গ্রেপ্তার তৃণমূল নেতা! গুরুতর অভিযোগ তরুণজ্যোতির
বিজেপির কটাক্ষ
কলকাতা পৌরনিগমের চেয়ারপার্সন মালা রায়কে কটাক্ষ করে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ জানিয়েছেন যে, “আট হাজার বাংলা মিডিয়াম স্কুল তুলে দিয়ে, ২০ হাজার বাংলা মদের দোকান চালু করে এখন বাংলা-বাঙালিকে সবার উপরে রেখেছেন। আসলে ভাষার নামে গোটা রাজ্যকে ভাগ করার চক্রান্ত চলছে। আজকে পৌরনিগমের ক্ষেত্রেও সেটা দেখা যাচ্ছে। সবই নির্বাচনের জন্য নাটক।” যদিও এই নিয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |