পরপর দু’দিন একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল শিয়ালদহ ডিভিশনে! বিজ্ঞপ্তি পূর্ব রেলের

Published on:

Local Trains

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের সপ্তাহান্তে ট্রেন দুর্ভোগ! আজ এবং আগামীকাল দুই দিন ধরে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকছে শিয়ালদহ শাখায়। ডানকুনি লোকাল সহ দত্তপুকুর, বনগাঁ, বারসতও রয়েছে বাতিলের তালিকায়। প্রায় প্রতি সপ্তাহান্তেই লোকাল বাতিল যেন রুটিনে পরিণত হয়েছে। তবে উইকেন্ডে অফিস যাত্রীদের ভিড় কিছুটা কম থাকায় দুর্ভোগ কিছুটা কম হতে পারে বলে মনে করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পূর্ব রেলের বিবৃতি

বিগত কয়েক মাসে দফায় দফায় লোকাল ট্রেন বাতিল হয়েছে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে। কিন্তু তবুও শেষ হয়নি কাজ। যার জেরে চরম বিপাকে পড়েছে যাত্রীরা। আর এই আবহে ফের ট্রেন বাতিলের নোটিশ। সম্প্রতি পূর্ব রেলের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে ভবিষ্যতে পরিকাঠামোগত উন্নয়নের জন্য দমদম জংশনে প্রায় সাত ঘণ্টা ধরে কাজ চলবে। সে কারণেই ডানকুনি, বারাসাত, দত্তপুকুর, হাবড়া এবং বনগাঁ শাখার একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু লোকাল ট্রেন নয়, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনকেও এই সময় ঘুরপথে চালানো হবে। আজ এবং আগামীকাল এই দুই দিন ধরে চলবে কাজ।

কোন কোন ট্রেন বাতিল থাকবে?

এদিন পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী আরও জানা গিয়েছে যে, আজ অর্থাৎ শনিবার, 26 জুলাই, আপ 32249 শিয়ালদহ-ডানকুনি লোকাল, ডাউন 32252 ডানকুনি-শিয়ালদহ লোকাল বাতিল করা হয়েছে। এবং আগামীকাল অর্থাৎ রবিবার, 27 জুলাই বাতিল থাকবে শিয়ালদহ-হাবড়া লোকাল আপ 33653 এবং ডাউন 33654, শিয়ালদহ-দত্তপুকুর লোকাল ডাউন 33612, শিয়ালদহ-বনগাঁ লোকাল আপ 33817 এবং ডাউন 33824, শিয়ালদহ-বারাসাত লোকাল আপ 33431 এবং ডাউন 33432 এছাড়াও শিয়ালদহ-ডানকুনি লোকাল আপ 32211, 32213, 32215, 32217, 32219 এবং ডাউন 32212, 32214, 32216, 32218, 32220 বাতিল করা হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: পিছিয়ে গেলেন ইন্দিরা গান্ধী! একটানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি

রুট পরিবর্তন হবে এক্সপ্রেস ট্রেনেরও

তবে শুধু লোকাল ট্রেন নয়, বেশ কিছু দূরপাল্লার ট্রেনকেও আজ অর্থাৎ শনিবার ও আগামীকাল, রবিবার ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনকেও এই সময় ঘুরপথে চালানো হবে। পাশাপাশি পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসের সময়সূচিতেও অনেক বদল আনা হয়েছে। রেলের তরফে যাত্রীদের উদ্দেশে জানানো হয়েছে যে ইতিমধ্যেই পরিবর্তিত সময়সূচির তালিকা সংশ্লিষ্ট স্টেশনগুলিতে জানানো হয়েছে তাই গন্তব্যে যাওয়ার আগে ট্রেনের সময় দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group