বিক্রম ব্যানার্জী, কলকাতা: লর্ডসের মাঠে পরাস্ত হয়ে চতুর্থ টেস্টে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল শুভমন গিলের ভারত। সেই মতোই, নিজেদের সর্বস্ব দিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের আপ্রাণ চেষ্টা করেছিলেন ভারতীয়রা। তবে প্রথম ইনিংসে ইংলিশ বোলারদের বিরুদ্ধে খুব একটা টিকে খেলতে পারেননি টিম ইন্ডিয়ার কেউই। যদিও সেই কঠিন পরিস্থিতির মধ্যে থেকেই চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে 358 রান তোলে ভারত।
তবে ভারতের সেই রানের পাহাড় চতুর্থ টেস্টের তৃতীয় দিনেই টপকে গিয়েছে ইংল্যান্ড। শুধু তাই নয়, তৃতীয় দিন শেষে 186 রানের লিড নিয়েছেন বেন স্টোকসা। আর ইংল্যান্ডের এমন সফলতার কারণ হিসেবে 5 ভারতীয় ক্রিকেটারকে দায়ী করছেন অনেকেই। আসলে, টিম ইন্ডিয়ার এই প্লেয়ারদের আশানুরূপ পারফরমেন্স না থাকায় সহজেই তৃতীয় দিনের শেষে 544 রান তুলে নেয় ইংলিশদের দল।
ভারতের করুণ অবস্থার নেপথ্যে এই 5 তারকা!
প্রথম এবং তৃতীয় টেস্টে পরাজয়ের পর চতুর্থ টেস্টে মরণ বাঁচন লড়াই লড়ছে ভারত। সিরিজের বর্তমান যা অবস্থা তাতে 2-1 ব্যবধানে পিছিয়ে থাকা টিম ইন্ডিয়া, চতুর্থ টেস্টে জিততে না পারলে মর্যাদা তো ক্ষুন্ন হবেই সেই সাথে তুমুল সমালোচিত হবে অধিনায়ক শুভমন গিলের নেতৃত্ব। মূলত সে কারণেই, চতুর্থ টেস্ট ভারতের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
তবে মুখে বললেও আদতে 22 গজের লড়াইয়ে ইংলিশদের বিরুদ্ধে খুব একটা ছন্দে নেই টিম ইন্ডিয়ার কেউই! আসলে ম্যানচেস্টার টেস্টার তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের 186 রানের বড় লিড ভারতের কপালে ফের চিন্তার ভাঁজ বাড়িয়েছে। আর এই গোটা ঘটনার জন্য যাদের দায়ী করা হচ্ছে তাঁরা হলেন ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র।
অবশ্যই পড়ুন: সম্মতি থাকলেও ১৮ বছরের আগে যৌন সম্পর্ক সম্ভব নয়! সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র
হ্যাঁ, বিশ্লেষকরা বলছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে টিম ইন্ডিয়ার 4 বোলার তাদের খারাপ পারফরমেন্সের কারনে ম্যানেজমেন্টকে যথেষ্ট হতাশ করেছেন। ইংলিশদের বিরুদ্ধে চতুর্থ টেস্টের ময়দানে 26 ওভার বল করে 113 রান দিয়ে মাত্র 1টি উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ। পাশাপাশি ভারতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা 33 ওভার বল করলেও 117 রান দিয়ে 2 উইকেট তুলেছেন, তালিকায় নাম রয়েছে জসপ্রীত বুমরাহরও।
তিনিও মাত্র একটি সাফল্য পেয়েছিলেন। সেই সাথেই সদ্য দলে যোগ দেওয়া অংশুল কোম্বোজও নিজের পারফরমেন্স দেখিয়ে বিশেষ দাগ কাটতে পারেননি। চতুর্থ টেস্টে এখনও পর্যন্ত পেয়েছেন মাত্র 1টি উইকেট। তবে এই 4 বোলারের পাশাপাশি ব্যর্থতার খাতায় নাম তুলেছেন অধিনায়ক শুভমন গিলও।
বিশেষজ্ঞদের একাংশের দাবি, শুরুর দিকে ছন্দে থাকলেও ধীরে ধীরে সেই রাস্তা থেকে সরে এসেছেন গিল। প্রশ্ন উঠছে ভারতীয় তারকার অধিনায়কত্ব নিয়েও। আর এইসব কারণকে সামনে রেখে, চতুর্থ টেস্টে ভারতের বেহাল অবস্থার নেপথ্যে দায়ী করা হচ্ছে এই 5 ভারতীয় ক্রিকেটারকে। ( সোর্স: News24)
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |