বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের ভাগ্যাকাশে কালো মেঘের ঘনঘটা। প্রথম এবং তৃতীয় টেস্টে পরাজয় স্বীকার করার পর ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ভারতের কাছে ডু অর ডাই হয়ে দাঁড়িয়েছে। এহেন আবহে একের পর এক প্লেয়ারের চোটের পর এবার শেষ ধাক্কাটা দিলেন জাতীয় দলের পেস বিভাগের প্রধান স্তম্ভ জসপ্রীত বুমরাহ!
গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নে মর্কেল জানান, আচমকা চোট পেয়েছেন বুমরাহ। যেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। আর এরপরই, চোটে জর্জরিত টিম ইন্ডিয়াকে নিয়ে চিন্তা আরও বাড়লো ভারতীয় ক্রিকেট বোর্ডের!
বুমরাহর চোট কতটা গুরুতর?
টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নে মর্কেল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, ড্রেসিং রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে যায় বুমরাহর। শুধু তাই নয়, আচমকা পা ফসকে যাওয়ায় পায়ে ভাল মতোই মোচড় লাগে তাঁর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য ভাইরাল হয়েছে। যেখানে বুমরাহকে সিঁড়ি দিয়ে পা টেনে টেনে হাঁটতে দেখা গিয়েছে।
আর এরপর থেকেই চলতি ইংল্যান্ড সিরিজে ভারতের ভবিষ্যৎ নিয়ে উঠতে শুরু করেছেন নানান প্রশ্ন। তবে সূত্র বলছে, বুমরাহর চোট খুব একটা গুরুতর নয়। কাজেই, চতুর্থ টেস্টের বাকি অংশে তাঁকে লড়তে দেখা যেতে পারে।
#ENGvsIND #JaspritBumrah 😭 pic.twitter.com/ljhGeIInox
— 𝐒𝐡𝐚𝐫𝐢𝐪𝐮𝐞 (@Jerseyno93) July 25, 2025
অবশ্যই পড়ুন: কল্যাণীতে ডার্বি নিয়ে অখুশি ইস্টবেঙ্গল, মোহনবাগান! ম্যাচের আগেই বড় খবর
প্রসঙ্গত, শুক্রবার চতুর্থ টেস্টের তৃতীয় দিনে শত চেষ্টা করেও ইংল্যান্ডের রানের মালগাড়ি আটকাতে পারেনি ভারত। এদিন ইংলিশ ব্যাটারদের বিরুদ্ধে সময় থাকতে জ্বলে উঠতে পারেননি স্বদেশীরা। হয়তো সেই কারণেই, তৃতীয় দিনের শেষে 544 রান তুলে 186 তে লিড নিয়েছে ইংল্যান্ড। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, চতুর্থ টেস্ট হিসেবে ভারতীয় বোলারদের যতটা রুখে দাঁড়ানোর দরকার ছিল, সেই ছাপ গতকালের ম্যাচে পাওয়া যায়নি!
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |