বিহারের সাংবাদিকদের পেনশন ৬ হাজার থেকে বেড়ে ১৫ হাজার! ঘোষণা নীতিশ কুমারের

Published on:

Bihar CM On Journalist Pension New decision

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিধানসভা নির্বাচন। আর তার ঠিক আগেই রাজ্যের আমজনতার প্রতি বিশেষ মনোযোগী হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এবার ঘুরে তাকালেন সাংবাদিকদের দিকেও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শনিবার নিজের X হ্যান্ডেলে রাজ্যের সাংবাদিকদের নিয়ে একটি পোস্ট করেন বিহারের মুখ্যমন্ত্রী। ওই X পোস্টে লেখা হয়, আগামী মাস থেকেই রাজ্যের সাংবাদিকরা মাসিক 15 হাজার টাকা পেনশন পাবেন। নীতিশের এমন সিদ্ধান্তে খুশির জোয়ার ভিন রাজ্যের সাংবাদিক মহলে।

সাংবাদিকদের জন্য বিশেষ ভাবনা নীতিশের

আজ থেকে কয়েক বছর আগে রাজ্যের সাংবাদিকদের কথা প্রথম ভেবেছিলেন নীতিশ কুমারই। তাঁর হাত ধরেই চালু হয় সাংবাদিকদের মাসিক পেনশন। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে পেনশন বাবদ 6 হাজার টাকা করে পান পড়শি রাজ্যের সাংবাদিকরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সিদ্ধান্তে এবার থেকে, 6 হাজারের বদলে একেবারে 15 হাজার টাকা করে মাসিক পেনশন পাবেন বিহারের সাংবাদিকরা। এখানেই শেষ নয়।

রাজ্যের প্রয়াত সাংবাদিকদের পরিবারের জন্যও ভেবেছেন বিহারের মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, এবার থেকে স্বাভাবিক কিংবা অন্য কোনও কারণে প্রয়াত সাংবাদিকদের স্বামী/স্ত্রী বলা ভাল, পরিবারকে প্রতিমাসে 10 হাজার টাকা করে ফ্যামিলি পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নীতিশ কুমার। বর্তমানে বিহারের সাংবাদিকদের এই ফ্যামিলি পেনশনের পরিমাণ 3 হাজার টাকা।

অবশ্যই পড়ুন: কল্যাণীতে ডার্বি নিয়ে অখুশি ইস্টবেঙ্গল, মোহনবাগান! ম্যাচের আগেই বড় খবর

কবে থেকে পুরোদমে চালু হবে এই পেনশন?

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যবাসীর জন্য একেবারে নিজের দান ভান্ডার খুলে দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নির্দেশ কুমার। সদ্য রাজ্যবাসীর জন্য 100 ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ থেকে শুরু করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া, সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য সংরক্ষিত কোটা বৃদ্ধি সহ অন্যান্য একাধিক ঘোষণার পর এবার সাংবাদিকদের দিকে মুখ তুলে চাইলেন নীতিশ কুমার।

বিহারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সাংবাদিকদের নতুন পেনশন সংক্রান্ত যাবতীয় সরকারি নথিপত্রে সম্মতি দিয়েছেন তিনি। সব ঠিক থাকলে খুব শীঘ্রই এ সম্পর্কে সরকারি নির্দেশিকা আসবে। কাজেই, সাংবাদিকদের পেনশন সংক্রান্ত যাবতীয় সরকারি কাজকর্ম মিটে গেলে সম্ভবত আগামী মাস থেকেই 15 হাজার টাকা করে মাসিক পেনশন পেতে শুরু করবেন বিহারের সাংবাদিকগণ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group