বিক্রম ব্যানার্জী, কলকাতা: হায় কী দুর্দিন ভারতীয় ফুটবল ফেডারেশনের! আসলে কল্যাণ চৌবের জামানায় ভারতীয় ফুটবলের ভাগ্যাকাশে কালো মেঘের ঘনঘটা দেখেছেন অনেকেই।
একদিকে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL আপাতত অনিশ্চিত। ফেডারেশনের সাথে চুক্তি নিয়ে সমস্যা থাকায় শেষ সিদ্ধান্ত জানাবে দেশের শীর্ষ আদালত। এদিকে আবার ভারতীয় ফুটবল দল মাথার ছাদ হারিয়েছে। যদিও মনোলো মার্কেজ দায়িত্ব ছাড়ার পর থেকেই নতুন কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছিল AIFF।
সেই মতোই দেশ-বিদেশ থেকে বহু মহারথী জমা দিয়েছিলেন আবেদন পত্র। শোনা যায়, সেইসব আবেদন পত্রের মধ্যে একটি আবেদন রয়েছে বার্সেলোনার প্রাক্তন কিংবদন্তি কোচ জাভি ফার্নান্দেজেরও। আর সেই খবর প্রকাশ্যে আসতেই একেবারে হইহই পড়ে গিয়েছিল ভারতীয় ফুটবল মহলে।
নেট মাধ্যমে বহু ফুটবলপ্রেমী দাবি করেছিলেন, সুনীল ছেত্রীদের দায়িত্ব জাভির হাতে গেলে ভারতীয় ফুটবলের চিত্রটাই বদলে যাবে। যদিও তাঁর মতো একজন মহারথীকে কোচ করার প্রশ্নে খরচের প্রসঙ্গেই আটকে গিয়েছিল ফেডারেশন। এসব যখন চলছে ঠিক সেই আবহে, জানা গেল আসল খবর। আসলে এক কিশোরের কাছে কার্যত নাক কাটা গিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনের।
AIFF-কে হাসির পাত্র বানালো কিশোর
ভারতীয় ফুটবল ফেডারেশনের দূর্দশা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন 19 বছর বয়সী এক কিশোর। খোঁজ নিয়ে জানা গেল, বার্সেলোনার প্রাক্তনী জাভির নাম করে ওই কিশোরই ভুয়ো ইমেল আইডির মাধ্যমে ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে আবেদন পত্র জমা দিয়েছিলেন। যার কারণে রীতিমতো হাসির পাত্র হয়েছে AIFF।
প্রথমদিকে ফেডারেশনের তরফে সংবাদমাধ্যমকে নিশ্চিত করা হয় যে বার্সেলোনার প্রাক্তন কোচ জাভি ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন। তবে পরবর্তীতে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে স্পষ্ট দেখা যায়, আসলে সেই আবেদন ছিল ভুয়ো। ওই যুবক ফেক ইমেল আইডি বানিয়ে ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন। আর সে খবর প্রকাশ্যে আসতেই, ভারতীয় ফুটবল ভক্তদের চাঁচাছোলা আক্রমণের মুখে পড়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন!
It wasn’t Xavi who applied to coach India. It was a 19-year-old who used a fake email ID. I spoke to him and he showed me a screen recording from his Sent folder. Yes, this might’ve been the email AIFF thought came from Xavi.
Indian football deserves better.#IndianFootball #Xavi pic.twitter.com/MVJu6w4l1L— Naman Suri (@Namansuri03) July 25, 2025
অবশ্যই পড়ুন: কলকাতা পুলিশের দ্বারস্থ দিলীপ ঘোষ, ভাইরাল ভিডিও কাণ্ডে বিরাট পদক্ষেপ
উল্লেখ্য, সর্বপ্রথম বার্সেলোনার বহু যুদ্ধজয়ের প্রধান কারিগর জাভির কোচ হিসেবে ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার বিষয়ে আগ্রহের খবর নিশ্চিত করেছিলেন ভারতীয় ফুটবল দলের পরিচালক সুব্রত পাল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়েছিলেন। তবে সেই দাবি ভুল প্রমাণিত হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকেও!
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |