বিনামূল্য ইন্টারনেট! সঙ্গে 50GB অতিরিক্ত ডেটা সহ OTT সাবস্ক্রিপশন, Vi-র ধামাকা প্ল্যান

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মূলত দুর্বল নেটওয়ার্ক কানেকশন ও স্লো ইন্টারনেটকে কারণ করে Vi থেকে সরে আসছেন বহু গ্রাহক। তাই ভারতের বাজারে বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio এবং তার প্রতিদ্বন্দ্বী টেলিকম নেটওয়ার্ক কোম্পানি Airtel এর সাথে প্রতিদ্বন্দ্বিতায় কিছুতেই পেরে উঠছে না জনপ্রিয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা Vi।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মূলত সেই কারণেই, গ্রাহকদের নিজেদের দিকে টানতে নানান আকর্ষণীয় সব অফার সহ বেশ কিছু রিচার্জ প্ল্যানের সাথে বিনামূল্যে ইন্টারনেট প্রদান করছে এই সংস্থাটি। সঙ্গে থাকবে আনলিমিটেড কলিং, SMS, OTT সাবস্ক্রিপশনের মতো সুবিধা। আজকের প্রতিবেদনে Vi-র তেমনই দুই জনপ্রিয় দীর্ঘমেয়াদি প্ল্যান নিয়ে আলোচনা করা হবে।

এই প্ল্যানে বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে Vi

ভারতের জনপ্রিয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা Vi তাদের সুপার হিরো প্রিপেড প্ল্যান বিভাগে বেশ কিছু জনপ্রিয় রিচার্জ প্ল্যান রেখেছে। যেগুলিতে মূলত অতিরিক্ত ডেটা দিচ্ছে Vi। সেগুলির মধ্যেই দীর্ঘমেয়াদী এবং জনপ্রিয় দুটি রিচার্জ প্ল্যান আজকের আলোচনার মূল বিষয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আসলে Vi তাদের, 365 দিনের বৈধতা যুক্ত 3699 টাকার রিচার্জ প্ল্যানটিতে আনলিমিটেড কলিং, প্রতিদিন 2GB করে ডেটা, দৈনিক 100 SMS সহ জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম JioHotstar- এর সাবস্ক্রিপশনও দিচ্ছে।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন রাত 12টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত বিনামূল্যে আনলিমিটেড ইন্টারনেট পেয়ে যাবেন। একই সাথে রয়েছে উইকেন্ড ডেটা রোলওভারের সুবিধাও।

Vi

অবশ্যই পড়ুন: ক্রেডিট কার্ড থেকে UPI, রান্নার গ্যাস! ১ আগষ্ট থেকেই বদলে যাচ্ছে একাধিক নিয়ম

Vi-এর 3799 টাকার রিচার্জ প্ল্যান

বলে রাখা ভাল, 3699 টাকার 365 দিনের বৈধতা যুক্ত আকর্ষণীয় রিচার্জ প্ল্যান ছাড়াও 3799 টাকায় একটি দুর্দান্ত আনলিমিটেড রিচার্জ প্ল্যান রেখেছে Vi। বলা বাহুল্য, এই প্ল্যানটি রিচার্জ করলে 365 দিনের জন্য আনলিমিটেড কলিং, প্রতিদিন 2GB করে ডেটা, দৈনিক 100 SMS সহ 1 বছরের জন্য অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন ও অতিরিক্ত 50GB ডেটা পেয়ে যাবেন গ্রাহক। শুধু তাই নয়, এই প্ল্যানেও রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত বিনামূল্যে আনলিমিটেড ডাটা অফার করে Vi।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group