সহেলি মিত্র, কলকাতাঃ সাধারণ চাষিদের কথা ভাবনা চিন্তা করে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বহু রাজ্য সরকার নানা কাজ করেই চলেছে। আর্থিক সাহায্য থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প আনা হয়েছে বা আনা হচ্ছে যার মাধ্যমে লাভবান হচ্ছেন সকলে। তবে এবার বাংলার এক পড়ুয়া এমন এক কাজ করে দেখাল যা সকলকে অবাক করে রেখে দিয়েছে। সে মূলত সাধারণ কৃষকদের সাহায্য করতে এমন এক অভিনব জিনিস আবিষ্কার করেছে যেটি সম্পর্কে শুনলে আপনিও আকাশ থেকে পড়বেন। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
কৃষকদের জন্য বিশেষ আবিষ্কার স্কুল পড়ুয়ার
আজ কথা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিধানপার্কের বাসিন্দা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। সে ডিপিএস দুর্গাপুরের দশম শ্রেণীর ছাত্র। এত ছোট বয়সে অনির্বাণ যে কাণ্ড করেছে, সেটা বিস্ময়কর। এমনিতে স্যাটেলাইটের মাধ্যমে Nasa থেকে শুরু করে Isro এবং বিভিন্ন দেশের বিজ্ঞানীরা কিছু জানা অজানা জিনিসপত্রের সন্ধান পাচ্ছেন। তবে কৃষকদের সুবিধার্থে তেমন কিছু কেউ করতে পারেনি। আর এই অসাধ্য সাধন করে দেখালো অনির্বাণ। সে এমন এক অ্যাপ তৈরি করে ফেলেছে যার মাধ্যমে কৃষকরা আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে শুধুমাত্র ফোনের সাহায্যে অনায়াসেই জেনে নিতে পারবেন।
উপকৃত হবেন কৃষকরা
সরকারের সাহায্য নিয়ে বিশেষ কাজটি করেছে এই স্কুল পড়ুয়া। অনির্বাণ একটি অ্যাপ গড়ে তুলেছে যাতে স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য হাতের ছোট্ট মোবাইলেই পাওয়া যায়। নিজের এই অভিনব কাজ প্রসঙ্গে অনির্বাণ বলেছে, ‘সরকারি সহযোগিতায় আমার এই প্রজেক্টের রূপায়ণের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ চাষীকে সাহায্য করতে চাই।’ সে আরও জানিয়েছে, সেই অ্যাপ থেকে শুধু চাষীরাই উপকৃত হবেন না, কেউ বিপদে পড়লে এই অ্যাপের মাধ্যমে রেসকিউ টিমকে খবর দেওয়া যাবে। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য প্রজেক্টটি জমা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে অনির্বাণ।
আরও পড়ুনঃ বার্ষিক আয় মাত্র ৩ টাকা! ভাইরাল মধ্যপ্রদেশের কৃষকের ইনকাম সার্টিফিকেট
এই বিশেষ অ্যাপটিকে সঙ্গী করে সাধারণ চাষিরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কী না, এখন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কত, তাপমাত্রাই বা কত- এমন নানান প্রয়োজনীয় তথ্য পাবেন। অতিরিক্ত বর্ষণের ফলে চাষের জিনিস ক্ষতি হওয়া থেকে মিলবে মুক্তি বলে আশাবাদী অনির্বাণ। এই অ্যাপটির নাম হল SatKisan APP । তালিশা গ্রুপ অফ কোম্পানিজ এর চেয়ারম্যান আবীর ঘোষ বলেন, “স্যাটেলাইট কমিউনিকেশন নিয়ে অনির্বাণের কাজ আমাদের দেশের চাষীদের সাহায্য করবে, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় কাজে লাগবে। ওর প্রজেক্ট বাকি ছাত্র ছাত্রীদের অনুপ্রেরণা জোগাবে।” এআইসিটি প্রাইভেট লিমি়টেড এর প্রতিষ্ঠাতা কৃষ্ণ কুমার যাদব বলেন, “স্যাটেলাইট কমিউনিকেশন এর পাশাপাশি এআই নিয়েও কাজ করা হয়েছে ওই প্রজেক্টে। আমরা সব সময় অনির্বাণের পাশে আছি। ও দারুণ কাজ করছে।”
কী কী বিশেষত্ব থাকবে?
ছোট থেকেই বিজ্ঞানের অতি উৎসাহী অনির্বাণ, বিশেষ করে সৌরজগৎ নিয়ে পড়াশোনা করতে বেশি পছন্দ করে অনির্বাণ বলে জানিয়েছেন তাঁর মা ঝুমা বন্দ্যোপাধ্যায়। ছেলের এহেন কাজে খুশি সে ও সমগ্র পরিবার। অনির্বাণ বলে, ‘আমি SatKisan APP এবং একটি কিউবস্যাট তৈরি করেছি, যা চাষীদের লাইভ ডেটার মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস দেবে। এই সমস্ত তথ্য কৃষিক্ষেত্র, মহাকাশ, আবহাওয়া এবং বায়ুমণ্ডলের সাথে জড়িত যে কোনও গবেষকও ব্যবহার করতে পারবেন। এছাড়া এই অ্যাপ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা উন্নত করতে কাজে লাগবে। আমার প্রজেক্ট Talisha Aerospace দ্বারা স্বীকৃত এবং অনুমোদিত এবং এর সাথে সম্পর্কিত প্রযুক্তিগত অংশগুলি AICT, দুর্গাপুর দ্বারা স্বীকৃত এবং অনুমোদিত।’
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |