দাম ৭ হাজারেরও কম, একটানা ৪ বছর চলবে ল্যাগ ছাড়াই! লঞ্চ হল Infinix Smart 10

Published on:

Infinix Smart 10 price and specifications

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বাজারে পা রাখল জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারক সংস্থা Infinix-এর Smart 10 মডেলটি। সংস্থার দাবি, মধ্যবিত্তের পকেটের কথা মাথায় রেখে লঞ্চ হওয়া এই ফোন নাকি 4 বছর পর্যন্ত ল্যাগ ছাড়াই চলবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শুধু তাই নয়, 7,000 টাকারও কম মূল্যে দেশের বাজারে লঞ্চ হওয়া এই ফোনটিতে ধুলো এবং স্প্ল্যাশ প্রতিরোধের জন্য রয়েছে IP64 রেটিং। বাকি ফিচার্স জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Infinix Smart 10 স্মার্টফোনটির স্পেসিফিকেশন

ডিসপ্লে: গত শুক্রবার ভারতের বাজারে লঞ্চ হওয়া Infinix Smart 10 স্মার্টফোনটিতে রয়েছে একটি 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 120Hz। এছাড়াও এই ডিসপ্লে 700 নিট পিক ব্রাইটনেস ও 240Hz টাচ স্যাম্পলিং রেট সমর্থিত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রসেসর ও স্টোরেজ: সদ্য লঞ্চ হওয়া এই স্মার্টফোনটির প্রসেসরের প্রসঙ্গে কথা বলতে গেলে, এতে রয়েছে একটি অক্টাকোর Unisoc T7250 চিপসেট। একই সাথে Infinix Smart 10 স্মার্টফোনটি 4GB RAM ও 64GB স্টোরেজের সাথে আসে। তবে আলাদাভাবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্মার্টফোনের স্টোরেজ 2TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায়।

ক্যামেরা: 7,000 টাকার রেঞ্জের স্মার্টফোন বলে যে ক্যামেরার দিক থেকে পিছিয়ে থাকবে তেমনটা নয়। সংস্থা স্মার্টফোনটিতে 8MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ ও সেলফির জন্য 8MP-এর একটি ফ্রন্ট ক্যামেরা দিয়েছে। তাছাড়াও উভয় ক্যামেরাতেই 30 FPS-এ 2K ভিডিও রেকর্ড করা যায়।

ব্যাটারি ও অন্যান্য ফিচার্স: Infinix তাদের এই নতুন স্মার্টফোনটিতে 5,000mAh এর একটি শক্তিশালী ব্যাটারি দিয়েছে। যা মূলত 15W চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও এই স্মার্টফোনটিতে রয়েছে Android 15, Folax AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট, UltraLink বৈশিষ্ট্য অর্থাৎ যা দিয়ে নেটওয়ার্ক ছাড়াই ভয়েস কল করা যাবে।

এগুলির পাশাপাশি এই স্মার্টফোনে থাকছে, WiFi, Bluetooth, GPS, FM Radio, OTG সহ একাধিক সুবিধা। বলা বাহুল্য, এই স্মার্ট ফোনটি কিন্তু 4G নেটওয়ার্ক সমর্থিত।

অবশ্যই পড়ুন: লাইভ ডেটার মাধ্যমে মিলবে আবহাওয়ার আপডেট, অ্যাপ বানাল দুর্গাপুরের দশম শ্রেণির ছাত্র

Infinix Smart 10 স্মার্টফোনটির দাম

ভারতের বাজারে Infinix Smart 10 স্মার্টফোনটি মূলত 4GB RAM+ 64GB স্টোরেজের সাথে লঞ্চ হয়েছে। কাজেই এই একটি ভেরিয়েন্টের দাম 6,799 টাকা। বলে রাখি, স্মার্টফোনটি কিন্তু আইরিশ ব্লু, স্লিক ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার এবং টোয়াইলাইট গোল্ড কালারে অ্যাভেলেবেল রয়েছে। উল্লেখ্য, আগামী 2 আগস্ট থেকে ফ্লিপকার্ট ও অফলাইন স্টোরে এই স্মার্টফোনটির অফিসিয়াল বিক্রি শুরু হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group