পার পাবে না চোর! শিয়ালদা স্টেশনে বসছে AI ক্যামেরা, খরচ ৪.৮০ কোটি

Published on:

Sealdah Station

সৌভিক মুখার্জী, কলকাতা: বদলে যাচ্ছে শিয়ালদা স্টেশনের (Sealdah Station) ছবি। হ্যাঁ, এবার আর শুধুমাত্র নজরদারির উপর নির্ভর নয়, বরং প্রযুক্তির হাত ধরে আরো মজবুত হচ্ছে শিয়ালদা স্টেশন। প্রায় 4 কোটি 80 লক্ষ টাকা ব্যয় করে এবার নজিরবিহীন নিরাপত্তা প্রযুক্তি ফেসিয়াল রেকগনিশন সিস্টেম ইনস্টল হচ্ছে কলকাতার প্রাণভোমরা এই স্টেশনে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কেন এই ক্যামেরা?

আসলে এই ক্যামেরাগুলি অন্যান্য সিসিটিভি ক্যামেরার মতো নয়। এগুলি বায়োমেট্রিক ভিত্তিক ভেরিফিকেশন ক্যামেরা, যা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং-এর সাহায্যে চলবে। এর মাধ্যমে ব্যক্তির মুখ, চোখ, নাক, ঠোঁট, মুখের গঠন, সবকিছুই সনাক্ত করা যাবে। কোনো সন্দেহভোজন বা অপরাধী ব্যক্তি যদি রেল চত্বরে প্রবেশ করে, তাহলে তাকে চিহ্নিত করে সোজা আরপিএফ-এর কন্ট্রোল রুমে নোটিশ পাঠিয়ে দেবে এই ক্যামেরা, আর সেখান থেকেই শুরু হবে তল্লাশি।

কোথায় কোথায় বসেছে এই প্রযুক্তি?

TV9 বাংলার রিপোর্ট মারফৎ জানা গিয়েছে, শিয়ালদা স্টেশনের 117টি গুরুত্বপূর্ণ জায়গায় ইতিমধ্যেই এই ক্যামেরা বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। আর ভবিষ্যতে 2026 সালের মধ্যে মোট 500টির বেশি ক্যামেরা বসানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এগুলো শিয়ালদা ডিভিশনের অধীনে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন ও স্টেশন চত্বরে বসানো হবে বলে খবর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বর্তমানে শিয়ালদায় মোট 240টি ক্যামেরা রয়েছে। তবে সেগুলি সম্পূর্ণ পুরনো প্রযুক্তির উপর নির্ভর করে চলছে। আর এই নতুন ক্যামেরাগুলি বসিয়ে তুলনামূলকভাবে অনেক দ্রুত এবং নিখুঁতভাবে অপরাধীদের শনাক্ত করা যাবে, তা বলার অপেক্ষা রাখে না। 

কেন এত জোর দেওয়া হচ্ছে নিরাপত্তায়?

প্রসঙ্গত, প্রতিদিন শিয়ালদা স্টেশন দিয়ে 15 থেকে 18 লক্ষ যাত্রী যাতায়াত করেন। আর এই বিরাট সংখ্যক যাত্রী সামলাতে গিয়ে রেলের দাবি, ছোটখাটো চুরি থেকে শুরু করে অপরাধচক্র হয়েই চলেছে স্টেশন জুড়ে। রেলের এক কর্তা জানিয়েছে, সাধারণ সিসিটিভি’তে অপরাধী ধরা পড়লেও তা সময় সাপেক্ষ। কিন্তু ফেস রিকগনিশন সিস্টেম যদি চালু হয়, তাহলে মুহূর্তের মধ্যেই আরপিএফ-এর কাছে সংকেত চলে যাবে। ফলে তারা দ্রুত ব্যবস্থা নিতে পারবে।

আরও পড়ুনঃ ১৫ লক্ষ টাকার ভায়াগ্রা ট্যাবলেট পাচার! BSF-র গুলিতে প্রাণ গেল ২ বাংলাদেশীর

আর এই উদ্যোগের মাধ্যমে শিয়ালদা স্টেশন এবার শুধু ট্রেন ধরার জায়গা থাকবে এমনটা নয়, বরং স্মার্ট সিকিউরিটির মধ্য দিয়ে রূপান্তর হতে চলেছে এক প্রযুক্তিনির্ভর স্টেশনে, যেখানে থাকবে AI প্রযুক্তি, স্বয়ংক্রিয় সতর্কীকরণ এবং রিয়েল টাইম নজরদারির সুবিধা। সবমিলিয়ে ভবিষ্যতের জন্য এটি যে বিরাট পদক্ষেপ, তা বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group