সহেলি মিত্র, কলকাতাঃ চাকরি প্রার্থীদের জন্য রইল দারুণ সুখবর। আসলে ১ আগস্ট থেকে দেশজুড়ে সরকারের এক নয়া প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে। যেখানে প্রথমবার চাকরি প্রাপকরা পাবেন ১৫,০০০ টাকা। এছাড়া মিলবে আরও নানান সুবিধা। আজ কথা হবে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা নিয়ে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
১ আগস্ট থেকে লাগু হচ্ছে পিএম বিকশিত ভারত রোজগার যোজনা
প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনা (PM-VRBY Scheme) ভারত সরকারের একটি নতুন উদ্যোগ, যা ১ আগস্ট, ২০২৫ থেকে কার্যকর হবে। দেশে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এটি শুরু করা হয়েছে। আগে এটিকে কর্মসংস্থান লিঙ্কড ইনসেনটিভ স্কিম (ELI Scheme) বলা হত, কিন্তু এখন এটির নামকরণ করা হয়েছে বিকাশিত ভারত মিশনের সাথে সঙ্গতিপূর্ণ।
কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত এই প্রকল্পের আওতায়, সরকার আগামী দুই বছরে (১ আগস্ট ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৭) ৩.৫ কোটিরও বেশি নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়েছে, যার মধ্যে প্রায় ১.৯২ কোটি মানুষ প্রথমবারের মতো চাকরিপ্রার্থী হবেন। প্রায় ৯৯,৪৪৬ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি সকল ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি, যুবসমাজকে সংগঠিত ক্ষেত্রের সাথে সংযুক্ত করতে সাহায্য করবে। ইপিএফও-র তরফে এই নতুন প্রকল্প নিয়ে তথ্য জারি করা হয়েছে।
ELI স্কিমের উদ্দেশ্য কী?
প্রায় ৯৯,৪৪৬ কোটি টাকা ব্যয়ে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য দেশে ৩.৫ কোটিরও বেশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এর মধ্যে, প্রায় ১.৯২ কোটি যুবক প্রথমবারের মতো কর্মক্ষেত্রে যোগ দেবেন। কর্মসংস্থান-ভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য উৎপাদন খাতকে বিশেষ সহায়তা দেওয়া হবে। প্রথমবারের মতো নিযুক্তদের জন্য সরকার থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। কর্মরত ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা সুবিধা প্রদান করা হবে। নতুন লোক নিয়োগকারী নিয়োগকর্তাদের (কোম্পানি) জন্যও ইনসেনটিভ থাকবে।
এই প্রকল্পটি সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে, তবে বিশেষভাবে কারখানা ও উৎপাদন খাতের উপর জোর দেওয়া হবে। মানুষের কর্মসংস্থানের ক্ষমতা বৃদ্ধি করা হবে। এই প্রকল্পটি নিয়োগকর্তাদের নতুন কর্মসংস্থান তৈরিতে উৎসাহিত করে। এর বিশেষ গুরুত্ব উৎপাদন খাতের উপর। এই প্রকল্পটি দুটি ভাগে বিভক্ত। পার্ট এ প্রথমবারের মতো কর্মক্ষেত্রে যোগদানকারী কর্মীদের উপর দৃষ্টি নিবদ্ধ করে, অন্যদিকে পার্ট বি নিয়োগকর্তাদের উপর দৃষ্টি নিবদ্ধ করে।
আরও পড়ুনঃ শ্রাবণের দ্বিতীয় সোমবারে মহাদেবের কৃপায় স্নেহধন্য হবে ৪ রাশি! আজকের রাশিফল, ২৮ জুলাই
পার্ট-এ-এর অধীনে, কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা (EPFO)-তে প্রথমবার নিবন্ধিত কর্মীদের ১৫,০০০ টাকা পর্যন্ত EPF বেতন দেওয়া হবে। শুধুমাত্র ১ লক্ষ টাকা পর্যন্ত মাসিক বেতনের কর্মীরা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন। এই প্রকল্পের অধীনে সমস্ত অর্থপ্রদান সরাসরি সুবিধা স্থানান্তর (DBT) মোডের মাধ্যমে করা হবে, যা প্রক্রিয়াটিকে সহজ এবং স্বচ্ছ করে তুলবে। পার্ট-বি এর অধীনে, নিয়োগকর্তাদের প্যানের সাথে সংযুক্ত অ্যাকাউন্টে সরাসরি অর্থপ্রদান করা হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |