প্রীতি পোদ্দার, কলকাতা: ভিনরাজ্যে ফের পরিযায়ী শ্রমিক এবং পরিবারের উপর হামলা! ক্ষুব্ধ হয়ে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল অর্থাৎ রবিবার বিকেলে সমাজমাধ্যমে সেই ভিডিয়ো পোস্টের মাধ্যমে জানা গিয়েছে মালদহ থেকে দিল্লিতে কাজের সন্ধানে যাওয়া এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী এবং শিশুপুত্রকে মারধর করা হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে। আর এই আবহে এবার বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে আসরে নামল তৃণমূল।
ভাইরাল ভিডিও
এদিন মুখ্যমন্ত্রীর পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক যুবক তাঁর শিশুপুত্রের গায়ে কিছু আঘাতের চিহ্ন দেখিয়ে বলছেন যে, “দেখো আমার ছেলেকে মেরে কী করেছে। পুলিশ মেরে কপাল ফাটিয়ে দিয়েছে। এমনকি ঘরের প্রয়োজনীয় সমস্ত কিছু ফেলে দেওয়া হয়েছে। রীতিমতো লন্ডভন্ড অবস্থা। এছাড়াও সেই ভিডিয়োয় ওই যুবক তাঁর স্ত্রীকে দেখিয়ে বলছেন যে তাঁকেও নাকি পুলিশ তুলে নিয়ে গিয়েছিল এবং সেখানে নাকি তাঁকে খুব মেরেছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি India Hood।
Atrocious!! Terrible!!
See how Delhi police brutally beat up a kid and his mother, members of a migrant family from Malda’s Chanchal.
See how even a child is not spared from the cruelty of violence in the regime of linguistic terror unleashed by BJP in the country against the… pic.twitter.com/IwAXkQwy9V
— Mamata Banerjee (@MamataOfficial) July 27, 2025
ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
তবে দিনের পর দিন ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার অভিযোগের আবহে বেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি সেই ভিডিয়ো পোস্ট করে বিজেপির বিরুদ্ধে ফের তোপ দাগেন । সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, “সাংঘাতিক সন্ত্রাস। দেখুন, দিল্লি পুলিশ মালদার চাঁচলের এক পরিযায়ী পরিবারের এক শিশু ও মা-কে কী নিষ্ঠুর ভাবে মেরেছে! দেখুন, বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটি শিশুরও পরিত্রাণ নেই! দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?”
আরও পড়ুন: বাস চালাতে চালাতেই অসুস্থ, মৃত্যু! শিলিগুড়ি-আসানসোল বাস চালকের নিষ্ঠুর পরিণতি
পদযাত্রা করবেন মমতা!
এদিকে এই ঘটনায় চাঁচল থানার আইসি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টের পরেই তাঁরা নড়েচড়ে বসেছেন। তদন্তের জন্য এলাকায় টিম পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার বিরুদ্ধে কোনও অভিযোগ জমা পড়েনি। অন্যদিকে দিল্লি, ওড়িশায় থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। এই পরিস্থিতিতে শাসকদল তৃণমূলও গতকাল থেকেই বিজেপির বিরুদ্ধে ‘ভাষা আন্দোলনে’ নেমেছে। জানা গিয়েছে আজ অর্থাৎ সোমবার বীরভূমে নানুর দিবসের কর্মসূচিতে যোগ দেবেন মমতা। সেখানে করবেন পদযাত্রা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |