প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েক বছরে ভারতের একাধিক জায়গায় ট্রেন দুর্ঘটনার মত একাধিক ঘটনা ঘটতে দেখা গিয়েছে। কোথাও রেলগেট ভেঙে লাইনে ট্রাক ঢুকে পড়ায় বড় রেল দুর্ঘটনা ঘটেছিল, কোথাও আবার রেলের ট্র্যাক ভাঙা থাকায় দুর্ঘটনা ঘটেছিল। যার জেরে বিপুল প্রাণহানি ঘটেছিল। এমতাবস্থায় এবার ট্রেনের যান্ত্রিক ত্রুটি সারাই করলেন এক সহকারী চালক! তাও আবার ট্রেনের তলা দিয়ে হামাগুড়ি দিয়ে! ভাইরাল সেই ভিডিও
ঘটনাটি কী?
রিপোর্ট অনুযায়ী গতকাল অর্থাৎ রবিবার দুপুরে ১৫৭০৪ ডাউন নিউ বঙ্গাইগাঁও এনজেপি বিজি প্যাসেঞ্জার ট্রেনটি তিস্তা সেতুর উপর দিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করেই ট্রেনটি জলপাইগুড়ি রোড স্টেশনের কাছে এসে দাঁড়িয়ে যায়। ঠিক কী কারণে এই পরিণতি তা দেখতে তখনই সহকারি চালক কুমার সৌরভ নেমে আসে ট্রেন থেকে। এমনকি ট্রেনের কোনও যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা তা দেখার জন্য রীতিমতো নিজের জীবন বিপন্ন করে ট্রেনটির তলায় ঢুকে যান। এবং ট্রেনটির ত্রুটি সারিয়ে তোলেন। যা দেখে হতবাক ট্রেনে থাকা যাত্রী সহ আশেপাশের মানুষজন।
আরও পড়ুন: প্রতিহিংসা থেকেই এমন! ভাইরাল ভিডিও নিয়ে পাল্টা যুক্তি সাহেব ভট্টাচার্যর
কমেন্ট বক্সে উপচে পড়েছে প্রশংসার বন্যা
এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে আচমকা থেমে যাওয়ায় এই ট্রেনটি প্রায় ৪৫ মিনিট ধরে দাঁড়িয়ে ছিল স্টেশনে। যার ফলে নানা দুর্ভোগ পোহাতে হয়েছিল যাত্রীদের। কিন্তু চালকের হামাগুড়ি দিয়ে ট্রেনের তলায় যান্ত্রিক ত্রুটি ঠিক করার মত এই দুঃসাহসিকতা সকলকে চমকে দিয়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই রীতিমত কমেন্ট বক্সে উপচে পড়েছে একাধিক নানারকমের মন্তব্য। অনেকেই চালকের কাজে প্রশংসা জানিয়েছে এবং অনেকেই তাঁকে স্যালুট জানিয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |