এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হোক, চান সৌরভ গাঙ্গুলি! জানালেন কারণও

Published on:

Sourav Ganguly's statement on India vs Pakistan match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন এশিয়া কাপের একই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, আগামী 14 জুলাই সংযুক্ত আরব আমিরশাহীর ময়দানে মুখোমুখি হওয়ার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কিন্তু পহেলগাঁও জঙ্গি হামলার রেশ এখনও কাটেনি। গত মে মাসের সংঘাতের পর ভারত-পাকিস্তান সম্পর্ক কোন খাতে বইবে তা এখনও নিশ্চিত নয়। এমতাবস্থায়, এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। তাহলে কি পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামা উচিত টিম ইন্ডিয়ার? উত্তর দিলেন, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে সৌরভের মতামত

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়ে যাওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছিল BCCI। সেই বৈঠকের পরই নাকি পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে একপ্রকার রাজি হয়ে গিয়েছে বোর্ড। এহেন আবহে, পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন ভাবনাকে কাঠগড়ায় তুলছেন অনেকেই! তাহলে কি পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামা উচিত হবে না ভারতের?

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এমন প্রশ্নের উত্তরে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, অবশ্যই ভারত এবং পাকিস্তান দুই দলের মুখোমুখি হওয়া উচিত। আসলে, ভারতীয় বোর্ডের সিদ্ধান্তকে বড় অংশের ক্রিকেটপ্রেমী কাঠগড়ায় তুললেও সৌরভ কিন্তু তাতে কোনও ভুল দেখছেন না। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে দাদা বলেন, বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমি পুরোপুরি একমত। অর্থাৎ, ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়া উচিত বলেই মনে করেন গাঙ্গুলি।

সৌরভের মতে এই কারণে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া উচিত

আসলে সৌরভ গাঙ্গুলি মনে করেন, ভারত, পাকিস্তানের মধ্যে সমস্যা থাকলেও তার প্রভাব খেলাধুলায় পড়া উচিত নয়। গাঙ্গুলি বলেন, খেলাধুলো এগিয়ে চলুক। পহেলাগাঁও জঙ্গি হামলার ঘটনা সত্যিই নিন্দনীয়। যা হয়েছে একেবারেই ঠিক হয়নি। কিন্তু তার জন্য খেলা বন্ধ থাকতে পারে না। এর আগেও ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। কিন্তু এসবের পাশাপাশি খেলাধুলাও চলুক। আসলে, সন্ত্রাসবাদের ঘোর বিরোধী হলেও খেলাধুলা বন্ধ করার পক্ষে নন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

অবশ্যই পড়ুন: বেন স্টোকসের সাথে কেন করমর্দন করেননি জাদেজা? জানিয়ে দিলেন শুভমন গিল

উল্লেখ্য, প্রথমদিকে ঠিক হয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ঢাকার বৈঠকে অংশ নেবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে শেষ পর্যন্ত চিত্রটা বদলে যায়। গত 24 জুলাই, ভার্চুয়ালি ঢাকার বৈঠকে অংশ নিয়েছিলেন BCCI সহ-সভাপতি রাজীব শুক্লা। আর এরপরই এশিয়া কাপ সংক্রান্ত যাবতীয় সমস্যা মিটেছে বলেই মনে করছেন অনেকেই। এদিকে সম্প্রতি সমাজ মাধ্যমে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি এশিয়া কাপের সূচি ঘোষণা করেছেন। নকভির ঘোষণা অনুযায়ী, আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group