বাড়বে iPhone-র ব্যাটারি ব্যাকআপ, শুধু চেঞ্জ করুন এই তিন সেটিংস

Published on:

iPhone Battery Savings

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনার আইফোনের ব্যাটারি কি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে? চার্জ ফুল থাকা সত্ত্বেও কয়েক ঘন্টার মধ্যে ফোন বন্ধ হয়ে যাচ্ছে? তাহলে চিন্তার কারণ নেই। আজ এমন কিছু সেটিংস (iPhone Battery Savings Tips) বলব, যেগুলি আইফোনের ব্যাটারি ব্যাকআপকে তিনগুন বাড়িয়ে দেবে। হ্যাঁ, জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ফ্রেম রেট লক করুন

আইফোনের Pro মডেলগুলিতে একশো 120Hz রিফ্রেশ রেট থাকে। যদিও এটি স্ক্রলিং এবং পারফরম্যান্সের গতি আনে, তবে এটি ব্যাটারির উপর প্রচুর চাপ ফেলে। আর সেজন্য ফ্রেম রেট লিমিট করে ফেলুন 60Hz-এ। এজন্য সেটিংসে গিয়ে Settings > Accessibility > Motion > Limit Frame Rate (Turn ON) অপশনে যান। 

ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ করুন

আপনার আইফোনে অজান্তেই বেশিরভাগ সময় ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলি ডেটা রিফ্রেশ করে যায়। এর ফলে ব্যাটারির অতিরিক্ত অপচয় হয়। তাই আপনি যদি চান, তাহলে এই ফিচারটি সম্পূর্ণ বন্ধ করে রাখতে পারেন। অথবা শুধুমাত্র Wi-Fi তে সীমাবদ্ধ করে রাখতে পারেন। এর জন্য সেটিংসে গিয়ে Settings > General > Background App Refresh > Off / Wi-Fi অপশনে যান। তারপর গুরুত্বপূর্ণ অ্যাপ যেমন ব্যাঙ্কিং, স্বাস্থ্য সংক্রান্ত অ্যাপগুলি বাদ দিয়ে বাকিগুলিকে রিফ্রেশ থেকে বের করে দিন। আর এতে আপনি অনেকটাই ব্যাটারি সেভ করতে পারবেন। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অপটিমাইজ ব্যাটারি চার্জিং চালু করুন

আইফোনের একটি অসাধারণ ফিচার রয়েছে। আর তা হল অপটিমাইজ ব্যাটারি চার্জিং। এই ফিচার ফোনটিকে সাধারণত কখন চার্জ করবেন, আর কতটা চার্জ করবেন, তা জানিয়ে দেয়। আর এই অনুযায়ী ব্যাটারীকে 60%-এ থামিয়ে দিয়ে ধীরে ধীরে 100% চার্জ দেওয়া যায়। এর জন্য সেটিংসে গিয়ে Settings > Battery > Battery Health & Charging > Optimized Battery Charging (ON) অপশনে যান। তবে যদি আপনার চার্জিং টাইম প্রতিদিন বদলায়, সেক্ষেত্রে এটিকে অফ করে রাখতে পারেন। নাহলে ফোন চার্জ হতে হতে মাঝ পথে থেমে যেতে পারে।

আরও পড়ুনঃ কাশ্মীরে চলল ‘অপারেশন মহাদেব’, ভারতীয় সেনার এনকাউন্টারে নিকেশ ৩ জঙ্গি

এর পাশাপাশি Low Power Mode চালু করে রাখুন এবং অটো লক টাইম কমিয়ে দিন। পাশাপাশি লোকেশন সার্ভিস শুধুমাত্র প্রয়োজনেই চালু রাখুন। আর সিস্টেম হ্যাপটিক্স ও অপ্রয়োজনীয় ভাইব্রেশন বন্ধ করে রাখুন এবং অটো ব্রাইটনেস অন রাখুন, যাতে আলো অনুযায়ী স্ক্রিন নিজে নিজেই অ্যাডজাস্ট করে নেয়। এই টিপসগুলি অবলম্বন করলে আইফোনের ব্যাটারি নিয়ে আর চিন্তা করতে হবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group