চারিদিকে হইচই, কী এই SIR? এর জন্য কোন কোন নথি প্রয়োজন জানুন

Published on:

Updated on:

What is SIR Election Commission

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিহারের পর এবার বাংলাতেও ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে বেড়েছে জল্পনা। ইতিমধ্যেই, এই বিশেষ ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে বিহারের 52 লক্ষ সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিরোধীদের দাবি, ভোটার তালিকায় বিশেষ সংশোধনের নামে আদতে NRC চালাচ্ছে বিজেপি। প্রশ্ন উঠছে, তাহলে কি বিজেপিকে নির্বাচনের সুবিধা পাইয়ে দিতেই এই নয়া পদক্ষেপ? কিন্তু যেই বিশেষ সংশোধন বা Special Intensive Revision/ SIR নিয়ে এত কিছু! তোলপাড় ভারতীয় রাজনীতি, সেই SIR আসলে কী জানা আছে? রইল বিস্তারিত।

SIR কী?

চলতি বছরই বিহারে চলছে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা বিশেষ সংশোধন প্রক্রিয়া অথবা SIR। আগামী দিনে বাংলাতেও এই Special Intensive Revision হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। কাজেই জেনে রাখা উচিত এই SIR সম্পর্কে। আসলে বিহারের বিধানসভা নির্বাচনের পরপরই বাংলায় বিধানসভা নির্বাচন। আর তার ঠিক আগে, এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন মূলত ভোটারদের বাড়িতে প্রতিনিধি পাঠিয়ে একটি সমীক্ষা চালায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এই প্রক্রিয়ার মাধ্যমে, তালিকায় নতুন ভোটার যুক্ত করা এবং একই সাথে ভুয়ো ভোটার অপসারণের কাজ করবে নির্বাচন কমিশন। রিপোর্ট অনুযায়ী, এই প্রক্রিয়ায় বুথ লেভেলের অফিসাররা প্রত্যেক ভোটারের বৈধ নথিপত্র যাচাই করে দেখবেন। ভোটারদের পরিচয় পত্র যাচাই করার পর নতুন করে তালিকা আপডেট করা হবে।

বলা বাহুল্য, দীর্ঘ 22 বছর পর বিহারে ফের ভোটার তালিকার নিবিড় সংশোধন করা হচ্ছে। শেষবারের মতো, 2003 সালে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল সে রাজ্যে। এবার কি তাহলে বাংলাতেও ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR চালাবে নির্বাচন কমিশন, উঠছে প্রশ্ন।

হঠাৎ কেন SIR নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ল নির্বাচন কমিশন?

নতুন করে ভোটার তালিকা সংশোধনের প্রয়োজন কী, এ প্রশ্নের উত্তরে ব্যাখ্যা দিতে গিয়ে সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়েছে, বিগত বছরগুলিতে বহু নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে ভোটার তালিকায়। একই সাথে এমন অনেক ভোটার রয়েছেন যারা নিজস্ব বাসস্থান ছেড়ে অন্যত্র বসবাস করতে শুরু করেছেন। এদিকে পূর্বের ঠিকানায় থাকা ভোটার তালিকা থেকে নাম তোলেননি।

তার ওপর নতুন ঠিকানায় গিয়ে আলাদাভাবে ভোটার তালিকায় নাম তুলেছেন অনকেই। মূলত সেই কারণেই ভুয়ো ভোটার চিহ্নিত করে সেইসব নাম কাটতে এবং দুর্নীতি রুখতে SIR প্রয়োজন বলেই মনে করছে নির্বাচন কমিশন।

অবশ্যই পড়ুন: থাকছেন না বুমরাহ! এন্ট্রি নেবেন তিনি, ওভালে প্রথম একাদশে একাধিক চমক দিতে পারে ভারত

SIR এর জন্য কোন কোন নথি সঙ্গে রাখতে হবে?

বিহারের পর বাংলাতেও SIR হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। কাজেই, ভোটার তালিকার নিবিড় সমীক্ষা হওয়ার আগে সচেতন হয়ে উঠেছেন রাজ্যবাসী। কিন্তু এই বিশেষ সংশোধন প্রক্রিয়ার জন্য কোন কোন নথিপত্র সঙ্গে রাখতে হবে, তা জানা নেই সিংহভাগেরই। সেই সূত্রে বলি, SIR প্রক্রিয়ার জন্য 1987 সালের আগে ভারত সরকার, স্থানীয় ব্যাঙ্ক, রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে পাওয়া পরিচয় পত্র বা সার্টিফিকেট কিংবা পেনশনের নথি বা LIC সার্টিফিকেট দেখানো যেতে পারে।

এছাড়াও লাগবে, বৈধ বার্থ সার্টিফিকেট, পাশাপাশি পাসপোর্ট, মাধ্যমিক বা সরকার স্বীকৃত কোনও বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র, ST/SC/OBC জাতির বৈধ শংসাপত্র, জমির দলিল, কিংবা অরন্যের অধিকারের শংসাপত্র থাকলেও চলবে। রিপোর্ট অনুযায়ী, SIR প্রক্রিয়ার জন্য 2003 সালের ভোটার তালিকায় নাম থাকলে তার প্রতিলিপিও দেখাতে পারেন রাজ্যবাসী।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group