জুয়ার নেশায় BCCI-র অফিস থেকে ৬.৫২ লক্ষ টাকার IPL জার্সি চুরি! গ্রেফতার নিরাপত্তারক্ষী

Published on:

IPL jersey stolen from BCCI office

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহারাষ্ট্রের ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে চুরি গেল 6.52 লক্ষ টাকা মূল্যের 261টি IPL জার্সি। জানা যাচ্ছে, মুম্বইয়ের ওই স্টেডিয়ামের ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিস থেকে IPL 2025 সিজনের ওই জার্সিগুলি চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক নিরাপত্তারক্ষীকে। যেই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রকাশ্যে এসেছে অভিযুক্তের নাম, পরিচয়

রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের BCCI অফিস থেকে 261টি IPL জার্সি চুরির দায়ে অভিযোগের আঙুল উঠেছে স্টেডিয়ামেরই এক নিরাপত্তা রক্ষী ফারুক আসলাম খানের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা গেল, লক্ষাধিক টাকার জার্সি চুরির অভিযোগে ইতিমধ্যেই ওই নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ।

কেন জার্সি চুরি করলেন ওই নিরাপত্তারক্ষী?

পুলিশ সূত্রে খবর, স্টেডিয়ামের BCCI অফিস থেকে যে 261টি জার্সি চুরি হয়েছে সেগুলির প্রতিটির দাম কমপক্ষে 2500 টাকা। পুলিশ জানিয়েছে, 40 বছর বয়সী ওই নিরাপত্তা রক্ষী জুয়ায় টাকা লাগাতেন। দিনভর নাকি জুয়ার নেশায় আসক্ত থাকতেন তিনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মূলত সেই কারণেই, নেশার বশে জুয়ায় টাকা লাগাতেই ওই জার্সিগুলি চুরি করে প্রয়োজনীয় অর্থ যোগাড় করেন নিরাপত্তারক্ষী ফারুক আসলাম। জানা যায়, ওই জার্সিগুলি হরিয়ানার এক অনলাইন জার্সি বিক্রেতার কাছে বিক্রি করেছিলেন তিনি।

IPL jersey stolen from BCCI office

সিসিটিভি ফুটেজই ধরা পড়ে সব

সূত্রের খবর, গত 13 জুন, মির রোডের বাসিন্দা ওই নিরাপত্তারক্ষী স্টেডিয়ামের BCCI অফিস থেকে জার্সিগুলি চুরি করেছিলেন। পরবর্তীতে ঘরে খুঁজতে গেলে দেখা যায় অফিস থেকে উধাও শতাধিক জার্সি। এরপর গত 17 জুন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন।

অবশ্যই পড়ুন: থাকছেন না বুমরাহ! এন্ট্রি নেবেন তিনি, ওভালে প্রথম একাদশে একাধিক চমক দিতে পারে ভারত

সূত্রের খবর, চুরির ঘটনা জানাজানি হতেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিকারিকরা। আর তাতেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যায়। সিসিটিভি ফুটেজ অন করলে দেখা যায়, অভিযুক্ত নিরাপত্তারক্ষী ফারুক অফিসের ভিতরে ঢুকে কার্ডবোর্ডের বক্স সরাচ্ছেন।

আর এরপরই ধরা পড়ে যান ফারুক। তবে সূত্রের খবর, ওই অভিযুক্ত নিরাপত্তা রক্ষী পুলিশকে জানিয়েছেন, যে জার্সিগুলি তিনি চুরি করে বিক্রি করেছিলেন তার টাকা ইতিমধ্যেই হজম করে ফেলেছেন তিনি। জার্সি বেঁচে যা টাকা পেয়েছেন সবটাই জুয়ায় লাগিয়ে দিয়েছিলেন ফারুক। তবে ঠিক কী কারণে এতগুলো জার্সি একসাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিসে রাখা হয়েছিল সে বিষয়ে কোনও তথ্য মেলেনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group