ব্যালেন্স চেক, অটো-পে, GST! ১ আগস্ট থেকে বদলে যাচ্ছে UPI-র গুরুত্বপূর্ণ সব নিয়ম

Published on:

UPI Rules

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান দিনে দাঁড়িয়ে স্মার্টফোন থাকলেই ব্যাঙ্কিং পরিষেবা একেবারে হাতের মুঠোয়! হ্যাঁ, অনলাইনে খাবার অর্ডার করা থাকা শুরু করে শপিং করা বা বাজার করা, সবকিছুই এখন ইউপিআই-এর মাধ্যমে হয়ে যাচ্ছে এক ক্লিকে। শুধু পেমেন্ট নয়, বরং ইউপিআই দিয়ে ব্যাঙ্কের ব্যালেন্স চেক, রিচার্জ, বিল পেমেন্ট সবকিছুই সম্ভব।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে যারা প্রতিনিয়ত ইউপিআই-এর উপর নির্ভরশীল, তাদের জন্য বিরাট আপডেট। কারণ আগামী 1 আগস্ট থেকে ইউপিআই সংক্রান্ত বেশ কিছু নতুন নিয়ম (UPI Rules) চালু হচ্ছে। আর এই নিয়মগুলি দৈনন্দিন ব্যালেন্স চেক থেকে শুরু করে অটো-পে সিস্টেমে প্রভাব ফেলবে। কী সেই নতুন নিয়ম? চলুন বিস্তারিত জেনে নিই আজকের প্রতিবেদনে।

ব্যালেন্স চেক করার নিয়মে বদল

এমন অনেক ব্যবহারকারী রয়েছে, যারা প্রতিদিন বহুবার ব্যালেন্স চেক করে। বিশেষ করে ছোট ব্যবসায়ী বা অনলাইন বিক্রেতারা, যাদের অ্যাকাউন্টে বারবার টাকা ঢোকে, তারা ঘন ঘন ব্যালেন্স চেক করে। তবে তাদের এবার সতর্ক হতে হবে। কারণ নতুন নিয়ম অনুযায়ী, এবার দিনে সর্বোচ্চ 50 বার ব্যালেন্স চেক করা যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আর এই সিদ্ধান্ত নিয়েছে এনপিসিআই। কারণ, অতিরিক্ত ব্যালেন্স চেকের ফলে সার্ভারের উপর অতিরিক্ত চাপ পড়ছিল। ফলে মাঝে মাঝেই ইউপিআই-এর সার্ভার ডাউন হয়ে পড়ছিল এবং সাধারণ মানুষ সমস্যায় জড়াচ্ছিল। সেই সমস্যা দূর করতেই এই নতুন নিয়ম।

মোবাইল নম্বর লিংক চেকের সীমা

এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর সঠিকভাবে লিংক রয়েছে কিনা, তা জানার জন্যও নতুন নিয়ম চালু হচ্ছে। হ্যাঁ, আগামী 1 আগস্ট থেকে দিনে মাত্র 25 বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে কিনা, তা চেক করা যাবে। এমনকি কোন ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা রয়েছে, সেটাও সর্বাধিক 25 বার চেক করতে পারবে গ্রাহকরা।

ট্রানজেকশন স্ট্যাটাস চেক

আগে কোনো পেমেন্ট আটকে গেলে দিনে যতবার খুশি ততবার চেক করা যেত। তবে এবার ব্যবহারকারীরা দিনে সর্বোচ্চ তিনবার ফেইল্ড পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবে। আর প্রতিবার চেক করার মধ্যে অন্তত 90 সেকেন্ডের ব্যবধান রাখতে হবে।

অটো-পে’র নির্দিষ্ট সময়সীমা

আগে ইএমআই, জল বা বিদ্যুতের বিল বা ওটিটি সাবস্ক্রিপশনের চার্জ দিনের যেকোনো সময় কেটে যেত অ্যাকাউন্ট থেকে। তবে এবার এই ধরনের লেনদেনের জন্য, অর্থাৎ অটো-পে লেনদেনগুলি নির্দিষ্ট টাইম স্লটেই হবে। এর ফলে সার্ভারে অতিরিক্ত চাপ পড়বে না এবং ট্রানজেকশন হবে দ্রুত। পাশাপাশি ব্যাঙ্কিং ব্যবস্থার উপরেও চাপ কমবে। এবার থেকে শুধুমাত্র সকাল 10:00 টার আগে, দুপুর 1:00 টা থেকে বিকেল 5:00 টার মধ্যে এবং রাত 9:30 মিনিটের পর এই অটো ডেবিট লেনদেন কার্যকর হবে। 

আরও পড়ুনঃ ৪ মাস লুকিয়ে ছিল ৬ জঙ্গি, হত আরও বড় হামলা! অপারেশন মহাদেবের পর বিরাট তথ্য

2000 টাকার বেশি লেনদেনে থাকবে না জিএসটি

অনেকেই চিন্তায় পড়েছিলেন যে, ইউপিআই’তে বড় অংকের লেনদেন, অর্থাৎ 2000 টাকার বেশি লেনদেন করলেই GST লাগবে কিনা। তবে স্বস্তির খবর এই যে, জিএসটি কাউন্সিল এখনো পর্যন্ত কোনোরকম সুপারিশ করেনি এই ধরনের লেনদেনের উপর কর বসানোর। সম্প্রতি সংসদে অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন যে, সাধারণ মানুষের উপর অতিরিক্ত কোনো চাপ না দিয়ে ডিজিটাল লেনদেনকে আরো উৎসাহিত করাই সরকারের মূল উদ্দেশ্য।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group