সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের স্মার্টফোনের বাজারে আবারও চমক। এবার বাজারে আসছে Vivo V60। হ্যাঁ, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই বাজারে আত্মপ্রকাশ করেছিল Vivo V50। আর এবার তারই উত্তরসূরি হিসেবে বাজারে পা রাখছে Vivo V60। ইতিমধ্যেই ফোনটি একাধিক সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। আর Vivo নিজেও তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ফোনটি লঞ্চ হওয়ার ইঙ্গিত দিয়েছে।
কবে লঞ্চ হতে পারে Vivo V60?
যদিও কোম্পানি এখনো পর্যন্ত অফিসিয়ালভাবে লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে জানা যাচ্ছে যে, আগামী 12 আগস্ট ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে Vivo V60 লঞ্চ হতে পারে। আর এই ফোনের সম্ভাব্য দাম ধরা হচ্ছে মাত্র 37,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে। রং নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটি Auspicious Gold, Mist Grey এবং Moonlit Blue বিকল্পে বাজারে আসছে।
Elegance meets excellence in one unbeatable device — the all-new vivo V60 featuring stunning design, Slim Quad Curved Display, 50MP ZEISS Telephoto Super Camera, and so much more.https://t.co/s1eim7hA7v
#vivoV60 #ZEISSPortraitSoPro pic.twitter.com/Z8c6ArNjHf— vivo India (@Vivo_India) July 29, 2025
সম্ভাব্য স্পেসিফিকেশন
প্রথমত, আমরা যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকবে 6.67 ইঞ্চির একটি 1.5K AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। আর এই ডিসপ্লেটি সর্বোচ্চ 1300 নিটস ব্রাইটনেস দিতে পারবে।
প্রসেসর নিয়ে যেতে কথা বলি, তাহলে ফোনটিতে থাকবে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমের উপরেই চলবে। পাশাপাশি ফোনটিতে থাকবে একটি 6500 mAh-এর বিশাল ব্যাটারি, যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট নেবে।
ক্যামেরা সেটআপ
এই ফোনটি ক্যামেরাতেও দিচ্ছে চমক। কারণ, এই ফোনটিতে থাকবে প্রাইমারি লেন্স হিসেবে 50MP একটি ক্যামেরা। সাথে রয়েছে 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 50MP একটি পেরিস্কোপ সেন্সর। এবার যদি সেলফি নিয়ে কথা বলি, তাহলে থাকবে 50MP ফ্রন্ট ক্যামেরা। তাই যারা ভিডিও বা ফটোগ্রাফি ভালবাসেন, তাদের জন্য এটি হতে চলেছে একেবারে সেরা বিকল্প।
Vivo X200 FE-এর তুলনায় এই মডেলটি কেমন?
প্রসঙ্গত বলে রাখি, সম্প্রতি বাজারে এসেছে Vivo X200 FE, যার মধ্যে রয়েছে 50MP ট্রিপল ক্যামেরা, MediaTek Dimensity 9300+ চিপসেট, 6500 mAh ব্যাটারি। আর এই ফোনের 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম 54,499 টাকা এবং 16GB + 512GB ভ্যারিয়েন্টের দাম 59,999 টাকা।
আরও পড়ুনঃ প্রথমবার পিছনে পড়ল চিন! আমেরিকার এক নম্বর স্মার্টফোন সরবরাহকারী দেশ হল ভারত
এদিক থেকে Vivo V60 দাম এবং ক্যামেরার ক্ষেত্রে একটু সহজলভ্য হতে চলেছে। তবে AMOLED ডিসপ্লে ও Snapdragon প্রসেসরের মাধ্যমে এটি হতে পারে মিড রেঞ্জের মধ্যে এক্কেবারে সোনায় সোহাগা ফোন। তাই এখন শুধুমাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |