সৌভিক মুখার্জী, কলকাতা: বাচ্চাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য অভিভাবকদের মনে প্রশ্ন থাকে, কোথায় বিনিয়োগ করা যায়, মার্কেট নাকি মিউচুয়াল ফান্ড? কোথায় বেশি রিটার্ন মেলে এবং ঝুঁকি কম? আমরা আজ এমন একটি স্কিমের কথা বলব, যেখানে বিনিয়োগের পর মিলবে মোটা অঙ্কের রিটার্ন, আবার টাকা থাকবে সম্পূর্ণ নিরাপদ। হ্যাঁ, আমরা বলছি পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের (NSC Scheme) কথা, যা মাত্র 100 টাকা দিয়ে শুরু করলেই পাঁচ বছর পর মেলে গ্যারান্টি যুক্ত সুদ সহ রিটার্ন।
NSC-এর বৈশিষ্ট্য কী?
প্রথম কথা, পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে বর্তমানে বছরে 7.7% হারে সুদ দেওয়া হচ্ছে। আর এই স্কিমের মেয়াদ মূলত পাঁচ বছর। পাশাপাশি আয়কর আইন 80C অনুযায়ী এখানে 1.5 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়। উল্লেখ্য, সরকারের সমর্থিতি স্কিম হওয়ায়, বিনিয়োগ নিয়ে কোনোরকম চিন্তা থাকে না। অর্থাৎ, সম্পূর্ণ ঝুঁকিমুক্ত স্কিম এবং বাজারের ওঠানামার উপর কোনো প্রভাব নেই।
কারা এই স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারবে?
এই স্কিমে যেকোনো প্রাপ্তবয়স্ক নাগরিক নিজের নামে অ্যাকাউন্ট খুলতে পারে। পাশাপাশি তিনজন মিলে যৌথ অ্যাকাউন্টও খোলা যায়, আর অভিভাবকরা নাবালক সন্তানের নামেও অ্যাকাউন্ট খুলতে পারে। এমনকি দশ বছর বা তার বেশি বয়সের শিশুরাও নিজের নামে অ্যাকাউন্ট খুলতে পারে। তবে এখানে অ্যাকাউন্ট সংখ্যা বা বিনিয়োগের কোনো এখানে ঊর্ধ্বসীমা নেই।
কত টাকা থেকে বিনিয়োগ করা যায়?
জানা যাচ্ছে, এখানে সর্বনিম্ন 1000 টাকা থেকে বিনিয়োগ করা যাবে। তারপর 100-এর গুণিতকে আপনি ইচ্ছে মতো টাকা বাড়িয়ে রাখতে পারেন। তবে বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই। আপনি চাইলে লক্ষ-লক্ষ, কোটি-কোটি টাকাও বিনিয়োগ করতে পারেন।
আর একবার যদি ঠিকঠাকভাবে টাকা রাখতে পারেন, তাহলে ঠিক পাঁচ বছরের মাথায় আপনার বিনিয়োগ ম্যাচিওর হবে। অর্থাৎ, প্রথম চার বছরের সুদ স্বয়ংক্রিয়ভাবেই মূলধনে যুক্ত হবে, আর পাঁচ বছর শেষে আপনি সুদসহ সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। চাইলে আপনি প্রতি বছর পোস্ট অফিস থেকে সুদের একটি সার্টিফিকেটও সংগ্রহ করতে পারেন।
কত টাকা রিটার্ন আসবে?
এই স্কিমে যদি আপনি যদি মাত্র 10,000 টাকা বিনিয়োগ করতে পারেন, তাহলে পাঁচ বছর শেষে আপনি হাতে পাবেন 14,490 টাকা। অর্থাৎ, 4,490 টাকা শুধুমাত্র আপনার সুদ থেকে আয় হবে। সুদের হার স্থির থাকায় এখানে সম্পূর্ণ নিশ্চিত রিটার্ন মেলে, বাজারের ওঠানামা বা শেয়ার বাজারের পতন, কোনো কিছুই এর উপর প্রভাব ফেলে না।
আরও পড়ুনঃ ব্যালেন্স চেক, অটো-পে, GST! ১ আগস্ট থেকে বদলে যাচ্ছে UPI-র গুরুত্বপূর্ণ সব নিয়ম
তাই যারা শিশুদের উচ্চশিক্ষা বা বিবাহ কিংবা ভবিষ্যতের জন্য নিরাপদ সঞ্চয় করতে চান, পাশাপাশি মধ্যবিত্ত বা বয়স্কদের জন্য ঝুঁকিহীন বিনিয়োগ করতে চান, তাদের জন্য পোস্ট অফিসের এই স্কিম হতে পারে একদম নিঃসন্দেহে সেরা বিকল্প। কারণ এখানে বিনিয়োগ করতে পারলেই ভবিষ্যতে পুরো নিশ্চিন্তে থাকা যাবে।