সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৫ সালে ঝুলন যাত্রা কত তারিখে? শ্রাবণ মাসের স্নিগ্ধ সন্ধ্যা, শ্যামল গাছের ছায়ায় বাঁশির সুরে মুখরিত হয় বৃন্দাবন ধাম। আর সেই সুরে সুর দোলায় শ্রীকৃষ্ণ এবং রাধা। এমনই এক ভক্তিমূলক উৎসব হল ঝুলন যাত্রা (Jhulan Yatra 2025), যা প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত পালিত হয়। তবে এ বছর ঝুলন যাত্রা কবে পড়ছে? চলুন জেনে নিই আজকের প্রতিবেদনে।
ঝুলন যাত্রার পিছনে রহস্য
ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে সখীদের সঙ্গে লীলায় মগ্ন ছিলেন, তখন বর্ষায় তাঁরা একত্রে দোল খেয়ে আনন্দ করতেন। শ্রাবণের ভিজে বাতাস, গাছের ছায়া, মৃদু বৃষ্টির ছোঁয়ায় দোল খেতেন শ্রীকৃষ্ণ এবং রাধা। আর এই প্রেম ও আনন্দকে স্মৃতি হিসেবে ধরে রাখতেই প্রতিবছর শ্রাবণ মাসে ঝুলন যাত্রা পালিত হয়।
কীভাবে পালিত হয় ঝুলন যাত্রা?
আসলে এই উৎসবকে ঘিরে ভক্তদের মাঝে দেখা যায় গভীর উচ্ছ্বাস। এদিন ইস্কন মন্দির, মায়াপুর, বৃন্দাবন, পুরিসহ বিভিন্ন জায়গায় বর্ণাঢ্যের আয়োজন করা হয়। পাশাপাশি দোলনায় সুন্দরভাবে শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তি বসানো হয়। আর চলে দিনভর কীর্তন, নৃত্য, ভজন, আরতি এবং প্রসাদ বিতরণ। কিছু কিছু মন্দিরে এই উৎসব একদিনের জন্য হলেও অধিকাংশ ক্ষেত্রেই একাদশী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত, এই পাঁচ দিন উৎসব পালিত হয়।
এই ঝুলন যাত্রা শুধুমাত্র ধর্মীয় রীতির দিক থেকে নয়, বরং শ্রীকৃষ্ণের পক্ষ থেকেও আমাদের প্রতি মনোরম বার্তা দেয় যে, প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকো। ঋতুকে উপভোগ করো। আর দোলনার দোলে শ্রাবণের পরশকে অনুভব করো। এই উৎসব আমাদের বুঝিয়ে দেয় যে, শ্রীকৃষ্ণকে বুঝতে হলে আগে প্রকৃতিকে ভালবাসতে হবে।
এবছর কবে পড়ছে ঝুলন যাত্রা? | Jhulan Yatra 2025 Date and Time
পঞ্জিকা ঘেঁটে জানা গেল, এবছর অর্থাৎ 2025 সালে ঝুলন যাত্রা শুরু হবে আগামী 5 আগস্ট থেকে এবং চলবে আগামী 9 আগস্ট, 2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ, একাদশী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত এই ঝুলন যাত্রা অনুষ্ঠিত হবে।
দিন | তারিখ | তিথি |
---|---|---|
শুরু | ৫ আগস্ট ২০২৫ | একাদশী তিথি |
দ্বিতীয় দিন | ৬ আগস্ট ২০২৫ | দ্বাদশী তিথি |
তৃতীয় দিন | ৭ আগস্ট ২০২৫ | ত্রয়োদশী তিথি |
চতুর্থ দিন | ৮ আগস্ট ২০২৫ | চতুর্দশী তিথি |
সমাপ্তি | ৯ আগস্ট ২০২৫ | পূর্ণিমা তিথি |
আরও পড়ুনঃ ২০২৫ সালে কবে পড়ছে মা মনসা পুজো? রইল দিনক্ষণ, সময়সূচী ও পূজার নিয়ম বিধি
কোথায় কোথায় হবে এই ঝুলন যাত্রা ?
ঝুলন যাত্রার কেন্দ্রীবিন্দু অর্থাৎ বৃন্দাবনেই হবে মূল উৎসব। কারণ, এটি কৃষ্ণের লীলাভূমি হওয়ায় এখানে ঝুলন যাত্রা সবথেকে বড় আকারে পালিত হয়। পাশাপাশি ইসকন মায়াপুর এবং কলকাতায় ভক্তদের মধ্যে চলবে দিনভর কীর্তন, সংকীর্তন যাত্রা ও প্রসাদ বিতরণ। এমনকি পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দোলযাত্রার বিশেষ আয়োজন করা হবে এবং নবদ্বীপ ও বাঁকুড়ার মতো জেলাগুলিতেও স্থানীয়ভাবে ধুমধাম করে এই উৎসব পালিত হবে।