৩১ সেনা জওয়ানকে নিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ল বাস! ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে

Published on:

Uttarakhand Accident

সৌভিক মুখার্জী, কলকাতা: সাত-সকালে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। উত্তরের পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা (Uttarakhand Accident)। হ্যাঁ, চামোলি জেলার বদ্রীনাথ জাতীয় সড়কে এক সেনাকর্মী বহনকারী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। বাসে 31 জন ভারতীয় সেনার জওয়ান ছিলেন। সেনারা অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেও আহত হয়েছে অনেকে। এদিকে আলমোড়া জেলার ভাত্রোঁজখান এলাকায় এক ব্যক্তিগত গাড়ি 200 মিটার গভীর খাদে পড়ে যায়, আর সেখানে 18 বছরের এক তরুণ প্রাণ হারিয়েছে।

চামোলিতে সেনা বাস দুর্ঘটনা

উত্তরাখণ্ডের চামোলি জেলার সোনাল এলাকার কাছাকাছি বদ্রীনাথ হাইওয়েতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে। সেনা কর্মীদের একটি বাস যাচ্ছিল জোশীমঠ থেকে রাইওয়ালার দিকে। পথেই বাসটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে চালকের তৎপরতায় বাসটিকে পাহাড়ের দিকে ঘোরানো সম্ভব হয়। নাহলে গভীর খাঁদে পড়ে যেত বাসটি। 

বাসটি রাস্তায় উল্টে পড়ে গেলে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় বাসের ভেতর থেকে সমস্ত সেনা সদস্যদের নিরাপদ বের করে আনা হয়। আহতদের অ্যাম্বুলেন্সের সাহায্যে কার্ণপ্রয়াগ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কেউ সেরকম গুরুতর আঘাত হয়নি।

আলমোড়ায় মৃত্যু 18 বছরের যুবকের

তবে একই দিনে আরেক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে আলমোড়া জেলার ভাত্রোঁজখান থানার অন্তর্গত গোদি এলাকায়। একটি আরটিগা গাড়ি দিল্লি থেকে দেঘাট যাওয়ার পথে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। জানা গিয়েছে, ওই গাড়িতে দুজন ছিল, 18 বছর বয়সী মোহিত কুমার এবং চালক সুরেশ রাম।

আরও পড়ুনঃ ফের চড়ল সোনার দাম, রুপোর দর নিয়েও দুঃসংবাদ! আজকের রেট

দুর্ভাগ্যবশত মোহিত কুমার ঘটনাস্থলেই নিজের প্রাণ হারান। তিনি আলমোড়া জেলার দেঘাট থানার আয়তায় পিপোরা গ্রামের বাসিন্দা। এদিকে সুরেশ রাম দিল্লির সঙ্গম বিহার এলাকার বাসিন্দা। তিনিও গুরুতর আহত হয়েছেন। স্থানীয় পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে রামনগরের রামদত্ত যৌথ হাসপাতালে পাঠায়। আর বর্তমানে মৃত ব্যক্তির দেহ রাখা হয়েছে ভাত্রোঁজখান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং তদন্ত চলছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥