চালু e-Aadhaar অ্যাপ! ঘরে বসেই করা যাবে আপডেট, নতুন সিস্টেম আনছে UIDAI

Published on:

UIDAI is bringing a new system to update Aadhaar at home

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার থেকে আর আধারের ফটোকপি নিয়ে ছোটাছুটির প্রয়োজন নেই। ঘরে বসেই নিজেদের ব্যক্তিগত তথ্য পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারীরা। সেই মর্মে, নতুন সিস্টেম আনছে UIDAI।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, QR কোড-সক্ষম ই আধার সিস্টেম চালু করতে চলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। মূলত এই অ্যাপ অর্থাৎ সিস্টেমের মাধ্যমে একেবারে ঘরে বসেই নিমেষে আধারের প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করতে পারবেন কার্ড হোল্ডাররা।

কবে নাগাদ চালু হবে এই নয়া পরিষেবা?

রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের একেবারে শেষের দিকে খুব সম্ভবত নভেম্বর মাস নাগাদ চালু হতে পারে আধারের নয়া পরিষেবা। এ প্রসঙ্গে UIDAI-এর সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই 1 লক্ষ মেশিনের মধ্যে প্রায় 2000টিতে নতুন সিস্টেম স্থানান্তরিত হয়েছে।

কাজেই, নভেম্বর থেকে আধার কার্ড হোল্ডারদের শুধুমাত্র বায়োমেট্রিক যাচাইয়ের জন্য তালিকাভুক্ত আধার কেন্দ্রে যেতে হবে। মূলত ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস স্ক্যানের জন্য আধার কেন্দ্রে ভিজিট করতে হবে তাদের।

কেন হঠাৎ এমন উদ্যোগ UIDAI-র?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মূলত গাদা গুচ্ছের কাগজপত্র নিয়ে আধার কেন্দ্রে কার্ড হোল্ডারদের ছোটাছুটির পরিশ্রম কমাতে, আধার সংক্রান্ত জালিয়াতি রোধ করতে এবং আধার গ্রাহকদের সমস্যার কথা মাথায় রেখে আধার আপডেট থেকে শুরু করে, ভেরিফিকেশন সহ অন্যান্য কাজগুলি দ্রুত সম্পন্ন করার স্বার্থে e-Aadhaar অ্যাপের পর এবার নতুন সিস্টেম আনতে চলেছে UIDAI।

বলা বাহুল্য, গোটা প্রক্রিয়াকে সহজ থেকে সহজতর করতে নতুন সিস্টেম লঞ্চ করার পাশাপাশি এবার থেকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ড্রাইভিং লাইসেন্স, জন্ম শংসাপত্র, পাসপোর্ট, প্যান কার্ড, রেশন কার্ড সহ MNREGA রেকর্ড এর মতো অনুমোদিত সরকারি ডাটাবেজ থেকে সরাসরি ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করবে। তাছাড়াও বিদ্যুতের বিল সংগ্রহের বিষয়েও আলোচনা চলছে। যা মূলত আধার গ্রাহকের ঠিকানা যাচাইকরণকে অনেকটাই সহজ করবে।

অবশ্যই পড়ুন: ভারত বনাম পাকিস্তান WCL সেমিফাইনাল থেকে সরল স্পনসর, আদৌ গড়াবে ম্যাচ?

উল্লেখ্য, আধার আপডেটের প্রক্রিয়া সহজ করতে ও জাল নথি লেনদেনের বিষয়টিকে পুরোপুরি মুছে ফেলতে আগেই বড় পদক্ষেপ নিয়েছে UIDAI। আসলে নতুন সিস্টেমের মাধ্যমে QR কোড স্ক্যান করে আধার ভেরিফিকেশনের কাজটি সম্পন্ন হবে। শোনা যাচ্ছে, সংস্থাটি আগামী দিনে শিশুদের জন্য বায়োমেট্রিক আপডেটের দিকে বিশেষ মনোযোগী হতে পারে। সেক্ষেত্রে 5 থেকে 7 বছর, এবং 15 থেকে 17 বছর বয়সীদের জন্য বাধ্যতামূলক আপডেটের বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে UIDAI। (Source: Financial Express)

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥