মাত্র ১৫ বছরেই কঙ্কালসার চেহারা! ভেঙে ফেলা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন

Published on:

decision is being taken to renovate Kavi Subhash Metro Station

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মেট্রো লাইনের পিলারে ফাটলের আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া মেট্রো স্টেশন। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে সাফ জানানো হয়, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত বন্ধ করা হচ্ছে এই মেট্রো স্টেশন।

এবার সেই রেশের মাঝেই নিউ গড়িয়া মেট্রো স্টেশন নিয়ে আরও উদ্বেগের ছবি ধরা পড়ল। খোঁজ নিয়ে জানা গেল, মেট্রো স্টেশনটির একের পর এক থামে ফাটল দেখা দিয়েছে। শুধু তাই নয়, বসে যাচ্ছে মেট্রো স্টেশনের বিভিন্ন অংশও। এমতাবস্থায়, বড়সড় দুর্ঘটনার আগেই নিউ গড়িয়া মেট্রো স্টেশনের গোটা অংশ সংস্কারের সিদ্ধান্ত নিল মেট্রো রেলওয়ে কলকাতা।

সংস্কারের জেরে কয়েক বছর বন্ধ থাকবে নিউ গড়িয়া মেট্রো স্টেশন!

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, নিউ গড়িয়া মেট্রো স্টেশনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন কলকাতা মেট্রো আধিকারিকরা। মূলত সে কারণেই, 28 জুলাই দুপুর থেকে বন্ধ হয়ে যাওয়া নিউ গড়িয়া মেট্রো স্টেশনটিকে ভেঙে তার গোটা অংশ পুনরায় সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেই সূত্রের খবর।

মূলত সেই কারণে, গোটা মেট্রো স্টেশনের সংস্কারের কাজ চলাকালীন বন্ধ থাকবে ওই স্টেশন। সূত্রের খবর, স্টেশনের একাধিক থামে ফাটল থাকায় যাত্রী সুরক্ষাকে প্রাধান্য দিয়ে নতুন করে সংস্কারের কাজ চলার কারণে কম করে বছরখানেক বন্ধ থাকতে পারে নিউ গড়িয়া মেট্রো স্টেশন। সে ক্ষেত্রে চলতি নিয়ম মেনেই আগের স্টেশন পর্যন্ত চলতে পারে মেট্রো।

অবশ্যই পড়ুন: ভয়াবহ বন্যা বেজিংয়ে, ঘরছাড়া ৮০ হাজার মানুষ! ঘোষণা এমারজেন্সির

ভোগান্তিতে অসংখ্য নিত্য যাত্রী

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে দক্ষিণেশ্বরগামী আপ লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশনের 4টি পিলারে ফাটল দেখা দিয়েছে। সূত্রের খবর, ধীরে ধীরে বাকি পিলারগুলিতেও ফাটল দেখা দিতে শুরু করেছে। যদিও ইতিমধ্যেই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো স্টেশনটি।

তাই দক্ষিণেশ্বর থেকে ব্রিজি স্টেশন পর্যন্ত চলাচল করছে মেট্রো। আর সে কারণেই এবার চরম ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা। আসলে যে সব নিত্যযাত্রীরা নিউ গড়িয়া স্টেশন থেকে ওঠেন বা নামেন, তাঁদের বর্তমানে মেট্রোপথে গন্তব্যে পৌঁছতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে। তবে এসবের মাঝেই মাত্র 15 বছরের মধ্যে কীভাবে এমন ক্ষতির সম্মুখীন হল নিউ গড়িয়া মেট্রো স্টেশন, প্রশ্ন তুলছেন যাত্রী থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥