টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান অভিষেক শর্মা, টেস্টে রাজত্ব রুটের

Published on:

Abhishek Sharma is the number one batsman in T20Is in ICC rankings

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র এক বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। 2025 সালে দাঁড়িয়ে সেই তরুণ ভারতীয় ক্রিকেটারই হয়ে উঠলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান! হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাপ্তাহিক র‍্যাঙ্কঙ্কিং তো তেমটাই বলছে।

সদ্য প্রকাশিত ICC র‍্যাঙ্কঙ্কিং-এ টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলি এবং সূর্য কুমার যাদবের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে শীর্ষে জায়গা করে নিলেন মাত্র 24 বছর বয়সী অভিষেক শর্মা।

ট্রাভিস হেডকে সরিয়ে ক্ষমতা দেখালেন অভিষেক

গত বিশ্বকাপের পর থেকে টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে জায়গা ধরে রেখেছিলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ না খেলায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তালিকায় এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থান পেয়েছেন তিনি। আর সেই সূত্র ধরেই, হেডের জায়গায় দখল জমিয়েছেন ভারতের অভিষেক। তাঁর রেটিং পয়েন্ট 829।

যদিও এর আগে, 20 ওভারের সংস্করণে ভারতীয়দের মধ্যে শীর্ষে জায়গা পেয়েছিলেন শুধুমাত্র সূর্য কুমার যাদব এবং বিরাট কোহলি। বলা বাহুল্য, 2014 থেকে 2017 সাল পর্যন্ত টানা দীর্ঘ কয়েক বছর টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছিলেন কোহলি। তাছাড়াও শীর্ষে জায়গা করে ভারতীয়দের মধ্যে দৃষ্টান্ত তৈরি করেছিলেন সূর্য কুমারও। তবে এবার মাত্র এক বছরের মধ্যেই টি-টোয়েন্টিতে সবার উপরে নিজের নাম লেখালেন শর্মা।

সতীর্থদের হারিয়ে দিয়েছেন শর্মা

বলা বাহুল্য, বিগত সময়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের শীর্ষ ব্যাটসম্যান হয়ে উঠেছেন অভিষেক শর্মা। যেখানে ভারতের তিলক বর্মা রয়েছেন ICC তালিকার তিন নম্বরে। একইভাবে সূর্য কুমার যাদবের জায়গা হয়েছে ষষ্ঠ স্থানে। তাছাড়াও ভারতের তারকা ওপেনার যশস্বী তথা অভিষেকের বন্ধু টি-টোয়েন্টি তালিকায় 10 নম্বর থেকে সরে এক ধাপ পিছিয়ে 11 নম্বরে এসে দাঁড়িয়েছেন।

Abhishek Sharma is the number one batsman in T20Is in ICC rankings

টেস্টে রাজত্ব করছেন জো রুট

টি-টোয়েন্টির পাশাপাশি যদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট র‍্যাঙ্কঙ্কিং-এ চোখ রাখা যায় সেক্ষেত্রে দেখা যাবে, ক্রিকেট বিশ্বে বর্তমানে লাল বলের ফরম্যাটে ব্যাটসম্যানদের মধ্যে রাজত্ব করছেন ইংল্যান্ডের জো রুট। আসলে ওল্ড ট্রফোর্ডে সম্প্রতি সেঞ্চুরি করে নিজের রেটিং তুলে ধরেছেন রুট। বর্তমানে তাঁর পয়েন্ট 904। এদিকে 867 রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কেইন উইলিয়ামসন। পাশাপাশি ভারতীয়দের মধ্যে এক ধাপ এগিয়ে 7 নম্বরে উঠে এসেছেন ঋষভ পন্থ। ।

অবশ্যই পড়ুন: শেষ টেস্ট থেকে বাদ বেন স্টোকস, চার পরিবর্তন এনে প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের

উল্লেখ্য, গত বছরের 6 জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল শর্মার। তবে অবাক করা বিষয়, প্রথম ম্যাচে খাতা খুলতে পারেননি তিনি। এদিকে পরের ম্যাচেই অভিষেক শর্মার ব্যাট থেকে সেঞ্চুরি উপহার পেয়েছিল ভারত।। এই সেঞ্চুরির পর টানা 7 ম্যাচে ব্যর্থতা কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্ধ শতরান গড়েছিলেন অভিষেক। তাছাড়াও চলতি বছর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সেঞ্চুরি করেছিলেন তিনি। মূলত সেই সব কারণেই দুর্দান্ত ব্যাটিংকে সামনে রেখে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দাপট দেখাচ্ছেন ভারতের অভিষেক।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥