সহেলি মিত্র, কলকাতা: দুর্গাপুজোর অপেক্ষায় সারা বছর দিন গোনেন পুজো প্ৰিয় বাঙালি। এই দুর্গোৎসব এলেই সকলের মনে এক আলাদাই ভালো লাগা কাজ করে। আর এই দুর্গাপুজোর আসতে যে বেশি বাকি নেই তা জানান দেয় বিশ্বকর্মা পুজো এবং মহালয়া। বিশেষ করে এই মহালয়া এলেই যেন সকলের মন আনন্দে নেচে ওঠে। এই মহালয়া দেখতে ও শুনতে ভালোবাসেন মানুষ। প্রতি বছর টিভির পর্দায় চোখ রাখলে সকলের মন ভালো লাগায় ভরে ওঠে। রেডিও-র পাশাপাশি এখন মানুষ টিভির পর্দাতেও ‘মহিষাসুরমর্দ্দিনী’ দেখেন। এবারেও সেটার ব্যতিক্রম ঘটবে না। সাধারণ দর্শকদের কথা ভেবে এবার বিরাট চমক দিল স্টার জলসা। দেবী দুর্গা থেকে শুরু করে দেবীর আরও নানান রূপের চমক দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ সুযোগ পাবেন দুই মহারথী, ২০২৫ এশিয়া কাপে কেমন হবে টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের স্কোয়াড?
‘মহিষাসুরমর্দ্দিনী’ নিয়ে বড় চমক স্টার জলসার
আসলে মঙ্গলবার স্টার জলসার পক্ষ থেকে ‘মহিষাসুরমর্দ্দিনী’র দ্বিতীয় প্রোমো প্রকাশ করা হয়েছে। আর এই প্রোমো দেখেই চোখ কপালে উঠেছে দর্শকের।এবার তাঁদের এই অনুষ্ঠানে নাম ‘মাতৃরূপেণ সংস্থিতা’। দেবী দুর্গার ভূমিকায় দেখা মিলল অভিনেত্রী কোয়েল মল্লিকের। ভগবান শিবের ভূমিকায় থাকছেন বর্তমানের জনপ্রিয় মেঘ ‘পরশুরাম’ ধারাবাহিকের নায়ক ইন্দ্রজিৎ বসু।
View this post on Instagram
এছাড়াও দেবীর অন্যান্য রূপে ধরা দিয়েছেন ‘গীতা এলএলবি’ খ্যাত হিয়া মুখোপাধ্যায় এবং ‘পরশুরাম’-এর নায়িকা তৃণা সাহা। তাঁকে দেবীর আরেক রূপ অন্নপূর্ণা রূপে দেখা যাবে। এবারের স্টার কাস্ট দেখে খুশি দর্শকরাও।
কী রয়েছে প্রোমোতে?
প্রোমোর শুরুতেই দেখা গিয়েছে একটা রুক্ষ-শুষ্ক ভূমির উপর নূপুর পরা আলতা রাঙা দেবীর চরণ। দেবীর চরণ স্পর্শে সেই শুকনো মাটি হয়ে ওঠে সুজলা সুফলা শষ্য শ্যামলা। তারপর দেখা যায় গজরাজ অর্থাৎ হাতির পা। আবহ থেকে একটি কন্ঠে শোনা যায়, ‘মা আসছেন গজে, নিয়ে আসছেন শান্তির আশীর্বাদ।’ তারপরই দেখা যায় ফুলে ভরা এক মাঠ দিয়ে দেবী ত্রিশূল হাতে গজরাজের দিকে হেঁটে আসছেন। এরপরই দেবী রূপে দেখা মেলে কোয়েলের। পরনে হলুদ বেনাসরি, মাথায় পদ্ম, গা ভর্তি ভারী গয়না, হাতে শাঁখা-পলা, বালা, কপাল ভর্তি সিঁদুর, মাথায় মুকুট, মুখ জুড়ে এক স্নিগ্ধ, শীতল ছায়া। আশীর্বাদের ভঙ্গিতে দাঁড়িয়ে তিনি। আরও বিশদে জানতে দেখতে হবে ভিডিওটি।