মাসের শুরুতেই সুখবর, প্রায় ৩৪ টাকা দাম কমল LPG সিলিন্ডারের

Published on:

LPG Price

সহেলি মিত্র, কলকাতা: নতুন মাসের শুরুতেই এলপিজি গ্যাস (LPG Gas) সিলিন্ডারের দাম নিয়ে মিলল বিরাট স্বস্তি। আগস্ট মাসের শুরুতেও এক ধাক্কায় বেশ খানিকটা দাম কমল রান্নার গ্যাসের। নিশ্চয়ই ভাবছেন কত দাম কমেছে? তাহলে জানিয়ে রাখি, আজ ১ আগস্ট বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার প্রায় ৩৩.৫০ টাকা কম হয়েছে। তেল বিপণন সংস্থাগুলি LPG সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করেছে।

দাম কমল রান্নার গ্যাসের

এই নতুন হার অনুসারে, ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। তবে জানিয়ে রাখি, গার্হস্থ্য গ্যাস সিলিন্ডার অর্থাৎ ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। আজ থেকে দিল্লিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার ১৬৩১ টাকায় পাওয়া যাবে। জুলাই মাসে এটি ১৬৬৫ টাকায় পাওয়া যেত। এখানে বাণিজ্যিক সিলিন্ডার ৩৪ টাকায় সস্তা হয়েছে। অন্যদিকে, গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের কোনও পরিবর্তন হয়নি। আগের মতো, আজও আপনি এটি মাত্র ৮৫৩ টাকায় পাবেন।

কলকাতার কথা বললে, আজ থেকে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডার ১৭৩৪ টাকায় পাওয়া যাবে। জুলাই মাসে এটি ১৭৬৯ টাকায় পাওয়া যেত। যেখানে জুন মাসে এটি ১৮২৬ টাকায় পাওয়া যেত। ১ আগস্ট, অর্থাৎ আজ থেকে এটি ৩৫ টাকা সস্তা হয়েছে।

মুম্বইয়ে এলপিজি গ্যাসের দাম কত?

জানা গিয়েছে, মুম্বইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন ১৫৮২.৫০ টাকা। আগে এর দাম ছিল ১৬১৬ টাকা এবং জুন মাসে এটি ১৬৭৪.৫০ টাকায় বিক্রি হচ্ছিল। মে মাসে এটি ১৬৯৯ টাকায় পাওয়া যাচ্ছিল। এখানে প্রতি সিলিন্ডারের দাম ৩৩.৫০ টাকা কমানো হয়েছে। এছাড়াও আমরা যদি চেন্নাইয়ের কথা বলি, তাহলে এখানে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১ আগস্ট অর্থাৎ আজ থেকে ১৭৮৯ টাকা হয়ে গেছে। জুলাই মাসে এর দাম ছিল ১৮২৩.৫০ টাকা এবং জুন মাসে ১৮৮১ টাকা।

আরও পড়ুনঃ স্টক লিস্টের সাথে মজুত সামগ্রীর বিস্তর ফারাক! বাংলার ৪ রেশন ডিলারকে চরম শাস্তি

শেষবার ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল ৮ এপ্রিল ২০২৫ সালে। তারপর থেকে সিলিন্ডারটি একই হারে পাওয়া যাচ্ছে। এর আগে ৩০ আগস্ট ২০২৩ সালে, এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা অবধি রেকর্ড কমানো হয়েছিল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥