পাকিস্তানের মাটি থেকে তেল উত্তোলনের স্বপ্ন দেখছিল আমেরিকা, তাঁর আগেই জঙ্গি হামলার হুমকি!

Published on:

Karachi

সৌভিক মুখার্জী, কলকাতা: করাচির (Karachi) একাধিক হোটেলে সন্ত্রাসী হানার হুমকি! হ্যাঁ, এমনই চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়ার পর বিরাট পদক্ষেপ নিল মার্কিন দূতাবাস। করাচিতে নিযুক্ত মার্কিন কনসুলেট সুত্র মারফৎ জানা গিয়েছে, শহরের বিলাসবহুল হোটেলগুলিকে লক্ষ্য করে এবার হুমকির ঘটনা সামনে এসেছে। নিরাপত্তার স্বার্থে আপাতত হোটেলগুলিতে মার্কিন সরকারি কর্মীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। 

কী বলা হয়েছিল মার্কিন কনসুলেটের তরফ থেকে?

গত 28 জুলাই, শুক্রবার মার্কিন কনসুলেট জেনারেল করাচির তরফ থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়। আর সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, উচ্চমানের হোটেলগুলিতে সন্ত্রাসী হামলার ইঙ্গিত মিলছে। আর সে কারণে করাচির একাধিক হোটেলে মার্কিন কর্মীদের যাওয়া সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। 

এর পাশাপাশি সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে আরো কিছু পরামর্শ দেওয়া হয়। যেখানে বলা হয়, জনবহুল এলাকা ও পর্যটনপ্রিয় স্থানগুলি এড়িয়ে চলতে হবে এবং নিজের অবস্থান সবসময় গোপন ও সতর্ক রাখতে হবে। শুধু তাই নয়, মার্কিন বা পশ্চিমী নাগরিকরা যে সমস্ত জায়গায় বেশি যাতায়াত করে, সেখানে বিশেষভাবে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

May be an image of text

হোটেল ছাড়া অন্য অনেক স্থানেও নজরদারি

তবে জানা গিয়েছে, শুধুমাত্র হোটেল নয়, বরং ভবিষ্যতে পরিস্থিতি খারাপ হলে করাচির বাজার, শপিংমল, রেস্তোরা থেকে শুরু করে বিভিন্ন পর্যটন এলাকাগুলিও মার্কিন কর্মীদের জন্য নিষিদ্ধ করা হবে। আর এই সতর্কবার্তা আদতে দেশের জাতীয় সুরক্ষার অংশ বলেই মনে করছে বেশ কিছু বিশেষজ্ঞ।

আরও পড়ুনঃ মহাদেবের গলায় জুতোর মালা! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কের ঝড়, রক্ত গরম হবে আপনারও

এদিকে পাকিস্তান নিয়ে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে Level 3 Travel Advisory জারি করা হয়েছে। অর্থাৎ, মার্কিন নাগরিকদের পাকিস্তানের ভ্রমণ পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। আর এর কারণ হিসেবে সন্ত্রাসবাদের আশঙ্কা এবং সশস্ত্র সংঘর্ষের ঝুঁকিকেই তুলে ধরা হচ্ছে। 

এদিকে তালিবান ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তা, রাজনৈতিক অস্থিরতা আর নিরাপত্তার অনিশ্চয়তার কারণে করাচি বহুদিন ধরেই কূটনৈতিক মহলের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এর আগেও একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কর্মীদের পাকিস্তানের নির্দিষ্ট অঞ্চলে যাতায়াত নিয়ে সর্তকতা জারি করেছিল। আর এবারও সেই একই পরিস্থিতি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥