Top 10: দুর্গাপুজোর আগে পাইপলাইন গ্যাস, ডিএ মামলা নিয়ে ক্ষোভ, দূর্গা পূজার অনুদান ফেরত! আজকের সেরা ১০ খবর

Published on:

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্য রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজকের দিনে কোথায় কী ঘটেছে? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা ১০ খবর, যা না পড়লে মিস করবেন অনেক কিছু। দূর্গা পূজার আগে পাইপ লাইনে গ্যাস, শ্রীনগর বিমানবন্দরের সেনা অফিসারের মারধর, ডিএ মামলায় হাইকোর্টে হুঁশিয়ারি, ভোটার তালিকা সংশোধন, সবই হয়েছে আজ। চলুন একে একে শুরু করা যাক আজকের সেরা ১০ খবর।

১০) দুর্গাপুজোর আগেই চালু হবে পাইপলাইন গ্যাস

এবার আর সিলিন্ডার নয়, বরং দুর্গাপূজার আগে বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে যাবে গ্যাস। GAIL সংস্থার তত্ত্বাবধানে কলকাতা সহ বিভিন্ন জেলার দ্রুত গতিতে পাইপলাইন বসানোর কাজ চলছে। কল্যাণীতে ইতিমধ্যেই গ্যাস স্টেশন তৈরি করা হয়েছে। আর সেখান থেকে সরাসরি ঘরে ঘরে এই গ্যাস পৌঁছে যাবে। বেঙ্গল গ্যাস, আদানি গ্যাস, হিন্দুস্তান ও ভারত পেট্রোলিয়াম সংস্থা এই কাজের দায়িত্ব নিয়েছে। এর ফলে গ্যাসের দাম অনেকটাই সাশ্রয়ী হবে আর পরিবেশও সুরক্ষিত থাকবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) শ্রীনগর বিমানবন্দরে গ্রাউন্ড স্টাফের উপর মারধর সেনা অফিসারের

শ্রীনগর বিমানবন্দরে ঘটে গেল এক অমানবিক ঘটনা। SpiceJet-এর ফ্লাইটে ওঠার আগে অতিরিক্ত লাগেজের কারণে টাকা চাওয়াতে এক সেনা আধিকারিক ক্ষিপ্ত হয়ে SpiceJet-এর চার কর্মীকে উদুম মারধর করলেন। এতে একজনের চোয়াল ভেঙে গিয়েছে, আর একজন গুরুতর মেরুদন্ডে আঘাত পেয়েছে। অভিযুক্ত অফিসার বোর্ডিং পাস ছাড়াই ভিতরে প্রবেশ করে। আর সিআইএসএফ তাকে ফিরিয়ে আনে। এরপরেই শুরু হয় মারধর। বর্তমানে ওই চারজন হাসপাতালে ভর্তি রয়েছে। আর ঘটনার তদন্ত চলছে। সেনা অফিসারের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) লেজেন্ড লীগে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল জিতল দক্ষিণ আফ্রিকা

ভারত সেমিফাইনাল বয়কট করায় ফ্রিতে লেজেন্ড লীগের ফাইনালে উঠে গিয়েছিল পাকিস্তান চ্যাম্পিয়ন। তবে সেই সুযোগের সদ্ব্যবহার তারা করতে পারল না। ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে ১৯৫ রান করেও ডি-ভিলিয়ার্সের কাছে হার মানতে হল। একাই ৪৭ বলে সেঞ্চুরি করে ১২০ রান করে ফেলল তিনি। পাশাপাশি হাসিম আমলা ১৮ এবং ডুমিনি ৫০ রানের অবদান রাখে। ফলে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ম্যাচ জিতে নেয়। এক কথায় ডি-ভিলিয়ার্সের আগ্রাসনের কাছেই পাকিস্তান হার মেনে গেল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

৭) ডিএ মামলা নিয়ে হাইকোর্টে হুঁশিয়ারি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজার আগে কমিটিগুলোকে ১.১০ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করল। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিপিএম এবং বিজেপি। ডিএ না দিয়ে অনুদান বিলি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তারা। মলয় মুখোপাধ্যায় অভিযোগ করেছেন, সরকার ডিএ’র ২৫% দেওয়ার নির্দেশ মানতে পারছে না। অথচ খেলা, মেলা বা অনুদানে হাজার হাজার কোটি টাকা খরচ করছে। পাশাপাশি আইনজীবী ফিরদৌস শামীম জানাচ্ছেন, সরকার ৬ বার মামলায় হেরেছে। তবুও বকেয়া ডিএ মেটাচ্ছে না। আগামী ৪ আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) ভোটার তালিকা সংশোধনের পৌরসভায় হিড়িক

নতুন ভোটার তালিকা সংশোধনের নিয়মে জন্মস্থানের প্রমাণ এবার বাধ্যতামূলক করা হয়েছে। আর সে কারণেই রাজ্যের বিভিন্ন পৌরসভায় হিড়িক লেগেছে। রামপুরহাট ও নলহাটি পৌরসভায় প্রতিদিন লম্বা লম্বা লাইন পড়ছে। অনেকে পুরনো রেকর্ড না থাকায় সমস্যার মুখে পড়ছে। কেউ পাসপোর্ট বানাতে এসে আটকে যাচ্ছে, আবার কারও কারও জন্ম বাড়িতে হওয়াই নথি পাননি। পৌরসভা ও বিডিও অফিসে হন্যে হয়ে ঘুরছে সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে, প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়বে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) পদ্মায় মিলল ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশ

বাংলাদেশের রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে জেলে জাহাঙ্গীর হালদারের জালে এবার ২ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বিশাল ইলিশ ধরা পরল। দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ১২,৪৮০ টাকায় এই মাছটি কিনে ঠাকুরগাঁও জেলায় বিক্রি করে দিয়েছে। বর্ষাকালে ইলিশের চাহিদা তুঙ্গে থাকে। বাঙালির কাছে এটি বিশেষ আকর্ষণ। এত বড় ইলিশ ধরা পড়া এবং উচ্চ দামে বিক্রি হওয়া নিয়েও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। যদিও ইলিশ প্রেমীদের কাছে এটি অত্যন্ত আনন্দের খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) আমেরিকা থেকে তেল আমদানি বাড়াল ভারত

ভারত ২০২৫ সালের প্রথম ছয় মাসে আমেরিকা থেকে ৫১% তেল আমদানি বাড়িয়েছে, যা ২০২৪ সালের তুলনায় সবথেকে বেশি বৃদ্ধি। প্রতিদিন গড়ে ২.৭১ লক্ষ ব্যারেল তেল আমদানি হয়েছে। যেখানে গত বছর এই হার ছিল ১.৮ লক্ষ ব্যারেল। শুধুমাত্র অপরিশোধিত তেল নয়, বরং এলপিজি ও এলএনজি আমদানিও বেড়েছে। এপ্রিল-জুন, ২০২৪-এর তুলনায় চলতি বছর ১১৪% আমদানি বেড়েছে। আর জুন-জুলাইয়ের তুলনায় ২৩% তেল বেশি এসেছে। বিশেষজ্ঞরা মনে করছে, ট্রাম্পের চড়া শুল্ক সত্বেও ভারত এখন আমেরিকা থেকে তেল ও গ্যাস আমদানিতে জোর দিতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) দুঃখু মাঝির পাশে দাঁড়াল শুভেন্দু অধিকারী

পুরুলিয়ার পদ্মশ্রী প্রাপ্ত ‘গাছ দাদু’ অরফে দুঃখু মাঝির পাশে দাঁড়াল এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। হ্যাঁ, ত্রিপলের ঘরে বসবাসকারী এই বৃদ্ধকে পাকা বাড়ি তৈরি করার আশ্বাস দিয়েছেন তিনি। ছোটবেলা থেকেই গাছ লাগানোর প্রতি আকৃষ্ট তিনি। আর সে কারণে ইতিমধ্যে ৫০০০ এর বেশি বৃক্ষরোপণ করে ফেলেছেন, যার জন্য ২০২৪ সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছেন। তবে আজও তিনি চরম দারিদ্রতার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছেন। বাঁশ ও ত্রিপলের ঘরে স্ত্রী ও দিদিকে নিয়েই তিনি বসবাস করছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) দূর্গা পূজার অনুদান ফেরত দিল তিন ক্লাব

এবছর দুর্গাপূজা উপলক্ষে রাজ্য সরকার প্রতিটি ক্লাবকে ১.১০ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছে, যা বিগত বছরের তুলনায় ২৫ হাজার টাকা বেশি। তবে রাজ্যের বড় বড় তিনটি ক্লাব- রায়গঞ্জ বিদ্রোহী ক্লাব, রানাঘাটের চারের পল্লী এবং কল্যাণীর ইচ্ছে তাই সরকারি অনুদান নিতে অস্বীকার করে দিয়েছে। রায়গঞ্জ ক্লাবের সভাপতি মোহিত সেনগুপ্ত জানিয়েছেন যে, রাজ্যে কোনো কর্মসংস্থান নেই, ডিএ বকেয়া, বেতন-পেনশন বন্ধ, আর রাজ্য সরকার এভাবে টাকাগুলিকে নষ্ট করছে। মুখ্যমন্ত্রীর ঘোষনায় প্রায় ৪৫,০০০ ক্লাব অনুমোদন পাবে। আর এতে কোষাগারের প্রায় ৪৯৫ কোটি টাকা ব্যয় হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

 ১) বাড়ল ওয়েটিং টিকিট কনফার্ম হওয়ার চান্স

ভারতীয় রেলে আমূল পরিবর্তন। ওয়েটিং টিকিট কনফার্ম হওয়ার চান্স ৭০% থেকে এবার ৭৫% হল। ট্রেনের ডেটা অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বুকিং-এর সময় মাত্র ২৫% টিকিট এবার ওয়েটিং লিস্টের জন্য থাকবে, আর বাকি সব কনফার্ম। ট্রেন ছাড়ার ৮ ঘন্টা আগেই তৈরি হবে চার্ট। এতে যাত্রীরা আগেভাগে জেনে নিতে পারবে যে, টিকিট কনফার্ম হয়েছে কিনা। এর পাশাপাশি দালাল চক্রের দৌরাত্ম্য অনেকটাই কমবে। পাশাপাশি তৎকাল টিকিটের খরচ বাঁচবে আর যাত্রীদের দুশ্চিন্তাও অনেকটা দূর হবে, তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥