আরও বাড়ল শেখ শাহজাহানের বিপদ, সন্দেশখালির ৩ BJP কর্মী খুনে বড় আপডেট হাইকোর্টের

Published on:

Sandeshkhali Murder Case

প্রীতি পোদ্দার, কলকাতা: শেষ হয়েও যেন হচ্ছে না শেষ! বারংবার বিপাকের মুখে পড়ছে সন্দেশখালীর বেতাজ দাপুটে বাদশা শেখ শাহজাহান। গত লোকসভায় সন্দেশখালির তিন বিজেপি কর্মীর খুনের ঘটনার CBI কে তদন্তে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। এবার সেই নির্দেশই বহাল রাখল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। মাথায় হাত শাসকদলের।

ঠিক কী ঘটেছিল?

মামলার প্রেক্ষাপটে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর সন্দেশখালির এক পরিবারের দুই বিজেপি কর্মী হিসেবে পরিচিত প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডলকে হত্যা করা হয়। অপর দিকে, ওই একই বিজেপি কর্মীর পরিবারের সদস্য দেবদাস মণ্ডল নিখোঁজ হয়ে যায়। যদিও পরিবারের অভিযোগ, দেবদাসকেও খুন করা হয়েছে। তাই সে সময় মৃতদের পরিবারের তরফে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আর সেই খুনের মামলায় প্রথমে চার্জশিটে নাম ছিল সন্দেশখালির দাপুটে নেতা শেখ শাহজাহানের। কিন্তু পরে মামলার তদন্তভার CID-র হাতে যাওয়ার পর সেই চার্জশিট থেকে শাহজাহানের নাম বাদ দেওয়া হয়।

সিঙ্গল বেঞ্চকে চ্যালেঞ্জ শেখ শাহজাহানের

এরপর সন্দেশখালিতে বিজেপি কর্মীর খুনের ঘটনার চার বছর পর সেই চার্জশিটকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা এবং দেবদাসের স্ত্রী সুপ্রিয়া মণ্ডল গায়েন। সেই মামলা উঠেছিল বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চে। এরপর গত ৩০ জুন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি জানান শীঘ্রই CBI-এর যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিতে হবে। কিন্তু এই রায় মেনে নিতে পারেনি শেখ শাহজাহান। সেই রায়কে তাই চ্যালেঞ্জ করে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শেখ শাহজাহান। কিন্তু সেখানেও তাঁর সুবিধা হল না।

আরও পড়ুন: যাত্রী সুবিধার্থে মেট্রোর লাইনে বড় পরিবর্তন! আজ থেকেই চালু বিশেষ বাস পরিষেবা

বড় রায় দিল ডিভিশন বেঞ্চ

আদালতের তরফে জানানো হয়েছে, হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখছে। নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে যে, CBI এর যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে তদন্ত চালিয়ে যেতে হবে। এর আগে ২০২২ সালে একটি খুনের ঘটনাতেও শাহজাহানের নাম চার্জশিটে ছিল। কিন্তু সেবার তিনি জামিন পেয়ে যান। তবে এবার খুব সহজে জামিন পাওয়া চাপের হয়ে গিয়েছে। প্রসঙ্গত, গত বছরের গোড়ায় তদন্তে সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় জড়িয়ে যায় বেতাজ বাদশা শেখ শাহজাহান। তবে থেকেই তাঁর বিরুদ্ধে উঠে আসছে একাধিক অভিযোগ। রেশন দুর্নীতি মামলায় এই মুহূর্তে জেলবন্দি শাহজাহান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥