২০২৫-এর আগস্ট মাসে একাদশী কত তারিখে পড়ছে? দেখুন দিনক্ষণ, সময়সূচী ও আচারবিধি

Published on:

Updated on:

August Ekadashi 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: আগস্ট মাসের একাদশী (August Ekadashi 2025) নিয়ে শুরু হয়েছে ভক্তদের মধ্যে বিশেষ উন্মাদনা। হিন্দু ধর্মে একাদশীর পবিত্রতা বা মাহাত্ম্য নিয়ে নতুন করে কিছু বলা লাগে না। প্রতি মাসে দুবার করে মূলত একাদশী পড়ে। আর সেগুলি হল—শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশী। বিশ্বাস করা হয় যে, এই দিন ভগবান বিষ্ণুর পূজা করলে সমস্ত পাপ ও কুসংস্কার থেকে মুক্তি পাওয়া যায়। চলুন আজকের প্রতিবেদনে জেনে নেব, চলতি বছরের আগস্ট মাসে কবে কবে পড়ছে একাদশী, আর পূজা-পার্বণের নিয়ম কী রয়েছে।

2025-এর আগস্ট মাসের একাদশী কবে?

আগেই বলা হয়েছে, প্রতিমাসে দুবার করে একাদশী পরে। শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে। সেই সুত্রে আগস্ট মাসের একাদশীগুলি হল—

শুক্লপক্ষের শ্রাবণ পুত্রদা একাদশী

  • একাদশী তিথি শুরু হচ্ছে 4 আগস্ট, 2025 সকাল 11:51 মিনিটে। 
  • একাদশী তিথি ছাড়াচ্ছে 5 আগস্ট, 2025 দুপুর 1:12 মিনিটে।
  • উপবাস ভঙ্গের সময় 6 আগস্ট, 2025 সকাল 5:45 থেকে 8:26 মিনিট পর্যন্ত।
  • দ্বাদশী সমাপ্তি হচ্ছে 6 আগস্ট, 2025 দুপুর 2:08 মিনিটে।

কৃষ্ণপক্ষের আজা একাদশী

  • একাদশী তিথি শুরু হচ্ছে 18 আগস্ট, 2025 বিকেল 5:22 মিনিটে।
  • একাদশী শেষ হচ্ছে 19 আগস্ট, 2025 দুপুর 3:32 মিনিটে।
  • উপবাস ভঙ্গের সময় 20 আগস্ট, 2025 সকাল 5:53 থেকে 8:39মিনিট পর্যন্ত।
  • দ্বাদশী সমাপ্তি হচ্ছে 20 আগস্ট দুপুর 1:58 মিনিটে।

একাদশীর মাহাত্ম্য

পুরানা কথিত রয়েছে, একাদশীর দিন উপবাস আর ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনের সমস্ত পাপ খন্ডিয়ে যায়। শুধু এই জন্মের জন্য নয়, বরং পূর্বজন্মে যে সমস্ত কুকর্ম অনিচ্ছাকৃতভাবে হয়েছে, সেগুলো থেকেও মুক্তি মেলে। আর শাস্ত্র বলছে, একাদশীর উপবাস পালনকারী ভক্ত মৃত্যুর পরেও বিষ্ণুলোকে স্থান পায়।

আরও পড়ুনঃ উত্তরকাশীতে ভয়াবহ বন্যা! মুহূর্তের মধ্যে ধূলিসাৎ গোটা গ্রাম, মৃত ও নিখোঁজের সংখ্যা প্রচুর

পূজার নিয়মকানুন

একাদশীর দিন খুব ভোরবেলা উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পড়তে হয়। এরপর ঘর ও পূজার স্থান পরিষ্কার করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে হয়। আর পূজার দিন মূলত কাঠের পিরিতে ভগবান বিষ্ণু এবং লক্ষ্মীদেবের মূর্তি স্থাপন করে ‘ওম নমো ভগবতে বাসুদেবায়’ মন্ত্রটি জপ করতে হয়। তারপর প্রসাদে ফল, মিষ্টি, তুলসী পাতা ইত্যাদি রাখতে হবে। পাশাপাশি দিনভর বিষ্ণু সহস্রনাম পাঠ, গীতা পাঠ বা শ্রীকৃষ্ণ মহামন্ত্র জপ করলে উপকার পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥