বিদেশে গিয়ে ধর্ষণ! ব্রিটেনে গ্রেফতার পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলি, পদক্ষেপ PCB-র

Published:

Pakistani cricketer Haider Ali accused of rape
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলি (Pakistani Cricketer Haider Ali)। পাকিস্তানের এ দল পাকিস্তান শাহিনসের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন তরুণ তারকা। আর সেখানেই তাঁর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। আর তাতেই তরুণ পাক ব্যাটারকে গ্রেফতার করে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। ইতিমধ্যেই রিপোর্ট পেশ করে সেই খবর নিশ্চিত করেছে ব্রিটেন পুলিশের কর্তারা।

পুলিশের রিপোর্ট

রিপোর্ট অনুযায়ী, গত 23 জুলাই ধর্ষণের ঘটনাটি ঘটে। এরপর কিছুদিন পেরিয়ে গত সোমবার অর্থাৎ 4 আগস্ট থানায় অভিযোগ দায়ের হয়। আর সেই অভিযোগের ভিত্তিতেই তরুণ পাকিস্তানি ক্রিকেটারকে গ্রেফতার করে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।

যদিও, পুলিশের তরফে ওই পাকিস্তানি ক্রিকেটারের নাম বা পরিচয় কিছুই জানানো হয়নি। ব্রিটেন পুলিশ জানায়, আমরা 24 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছি। তবে পরবর্তীতে উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে ওই অভিযুক্তকে বেল দিয়ে দেওয়া হয়।

যদিও এই ঘটনার তদন্ত চলছে। পুলিশের এক কর্মকর্তা জানান, ব্রিটেন পুলিশ কখনই তদন্ত চলাকালীন কোনও ব্যক্তির নাম, পরিচয় প্রকাশ্যে আনেনা। তাই পাক তারকার নাম না করেই বিবৃতি দেওয়া হয়েছিল।

অবশ্যই পড়ুন: নামধারীকে হারিয়ে শেষ আটে ইস্টবেঙ্গল, গ্রুপ পর্বে লাল হলুদের শেষ ম্যাচ কবে?

হায়দারের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ পাকিস্তান ক্রিকেট বোর্ডের

রিপোর্ট অনুযায়ী, গোটা ঘটনার খবর পেতেই তড়িঘড়ি ওই পাকিস্তানি ক্রিকেটারকে নির্বাসন দিয়েছে PCB। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, হায়দার আলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তা নিয়ে যে তদন্ত চলছে সে বিষয়ে আমরা অবগত। তবে আপাতত তাঁকে নির্বাসিত করা হল।

আসলে, দলের প্রত্যেক খেলোয়াড়ের মৌলিক অধিকার এবং সুস্থতাকে নিশ্চিত করতে হায়দার আলিকে এই মামলায় জরুরি আইনি সমর্থন দেওয়া হয়েছে। তবে আপাতত ব্রিটেন প্রশাসন ও ওদেশের বিচার বিভাগের প্রতি সম্মান জানিয়ে হায়দারকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসন দিয়েছে পার্ক ক্রিকেট বোর্ড। যদিও পরবর্তীতে মামলার ফলাফলের উপর নির্ভর করে ক্রিকেটারকে নিয়ে সিদ্ধান্ত জানাবে তারা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join