শিয়ালদা স্টেশনের ফুড স্টলে খাবারে ঘুরছে ইঁদুর! ভাইরাল ভিডিও দেখলে আঁতকে উঠবেন

Published on:

sealdah station

সহেলি মিত্র, কলকাতা: শিয়ালদা স্টেশন (Sealdah Station)… ভারতের অন্যতম ব্যস্ত রেল স্টেশন। প্রতিদিন এই রেল স্টেশনের ওপর দিয়ে দিয়ে লক্ষ লক্ষ মানুষ স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করছেন। কেউ ধরছেন লোকাল ট্রেন তো কেউ ধরছেন দূরপাল্লার ট্রেন। সে কাছের হোক বা দূরের যাত্রা, খিদে পেলে সকলেই খাবার খোঁজেন। কিন্তু দরুণ আপনি একটু ফুড স্টলে গেলেন আর দেখলেন স্টলের ভেতর রাখা খাবারের ওপর দিয়ে ইঁদুর দেদার দৌড়ে বেরাচ্ছে এবং খাবারে মুখ দিচ্ছে তাহলে কেমন লাগবে? নিশ্চয়ই ঘেন্না করবে? আসলে সামাজিক মাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চোখ কপালে উঠেছে সকলের।

শিয়ালদা স্টেশনের ফুড স্টলে ইঁদুর!

সামাজিক মাধ্যমে যে ইঁদুর ও ফুড স্টলটির ভিডিও ভাইরাল হয়েছে সেটি শিয়ালদা স্টেশনের বলে দাবি করা হচ্ছে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি Indiahood.in. এহেন ভিডিও দেখে রীতিমতো আঁতকে উঠেছেন সাধারণ মানুষ। আগামী দিনে আদৌ আর স্টেশনে থাকা ফুড স্টলগুলির খাবার কেউ খাবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুনঃ ন্যূনতম ৫০,০০০ টাকা ব্যালেন্স না রাখলে মোটা জরিমানা! গ্রাহকদের ঝটকা দিল ICICI ব্যাঙ্ক

এই ভিডিও ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়েও উঠছে প্রশ্ন। কারণ কেউ না কেউ কখনো না কখনো সেই স্টল থেকে খাবার তো খেয়েছেন নিশ্চয়ই।

গর্জে উঠলেন গর্গ চট্টোপাধ্যায়

অপরদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও শেয়ার করে গর্জে উঠেছেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, শিয়ালদহ স্টেশনের একটি দোকানেরও চুক্তি কোনও বাঙালির হাতে দেওয়া হয়নি। বরং হিন্দি ভাষাভাষী প্রো-বিজেপি ব্যক্তিরা দোকানগুলো পেয়েছেন। গর্গ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিযোগ করছেন, এসবের মূলে রয়েছেন শিয়ালদহ স্টেশনের ডিআরএম, যাঁর বিরুদ্ধে বাঙালি-বিরোধী ও বিদ্বেষী মনোভাবের অভিযোগ আনা হয়েছে। এভাবে ইঁদুরে মুখ দেওয়া খাবার গ্রহণ করলে যাত্রীদের সংক্রমণের ঝুঁকি রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও অবধি কোনো পদক্ষেপ নেয়নি রেল।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥