হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, জয়েন্ট ফল প্রকাশ নিয়ে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য! জানালেন ব্রাত্য

Published on:

Joint Entrance Exam

প্রীতি পোদ্দার, কলকাতা: এখনও কাটল না আইনি জট! কলকাতা হাই কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশে ফের বড় বাধা সামনে এল। OBC ক্যাটিগরির ভিত্তিতে তৈরি মেধাতালিকাকে চ্যালেঞ্জ জানিয়ে ফল প্রকাশে স্থগিতাদেশ জারি করা হয়েছে। যার ফলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ বড় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এমতবস্থায় ওবিসি তালিকা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তিত রাজ্য

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল গত ২৭ এপ্রিল। তার পর তিন মাস কেটে গেলেও সেই পরীক্ষার ফলপ্রকাশ ঝুলে রয়েছে।শেষে দীর্ঘ টালবাহানার পর গত ৭ আগস্ট, বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু OBC সংক্রান্ত জটিলতার কারণে সেই ফলপ্রকাশ নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। এদিকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আয়োজিত আরও একাধিক পরীক্ষার ফলপ্রকাশ নিয়েও আপাতত জটিলতার মধ্যে পড়ে গিয়েছে রাজ্য সরকার। যার জেরে রাজ্যের প্রায় তিন লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে পড়েছে। নিউজ ১৮ বাংলার রিপোর্ট অনুযায়ী, এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিল রাজ্য।

হাইকোর্টের নির্দেশ

গত বৃহস্পতিবার অর্থাৎ ৭ আগস্ট, কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন যে, OBC ‘A’ ও ‘B’ ক্যাটিগরির ভিত্তিতে যে মেধাতালিকা তৈরি করা হয়েছে, তা প্রকাশ করা যাবে না। কারণ হিসেবে আদালত যুক্তি দিয়েছে যে রাজ্য যে নতুন OBC তালিকাটি তৈরি করেছে তা বৈধ নয়। কারণ ২০১০ সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন, কেবল তাঁদের ভিত্তিতেই সংরক্ষিত তালিকা তৈরি করতে হবে। যার ফলে বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ হয়নি। আর তাতেই ক্ষুব্ধ রাজ্য সরকার। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘সুপ্রিম কোর্টের রায়ের পরে হাই কোর্ট অন্য রকম কিছু বিবেচনা করতে পারে, তা আমাদের ধারণার মধ্যে ছিল না। আজকেই আমরা সুপ্রিম কোর্টে আর্জি জানাব।’’

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কনভয়ের জন্য যান চলাচল স্তব্ধ! হর্ন বাজিয়ে প্রতিবাদ সকলের, ভাইরাল ভিডিও

প্রসঙ্গত, গত বছর এপ্রিল মাসে কলকাতা হাই কোর্ট জানিয়েছিল যে, ২০১০ সালের পর যত ওবিসি শংসাপত্র জারি করা হয়েছে, তা সবই বাতিল করা হবে। তার ফলে ব্যাপক অনিশ্চিতের মুখে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ। তিন মাস কেটে গেলেও এখনও নির্ধারণ করা হয়নি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফলের দিন। ওয়াকিবহাল মহলের মতে আদালতের নিষেধাজ্ঞা ও সুপ্রিম কোর্টের মামলার জেরে জয়েন্টের ফলপ্রকাশ আরও বিলম্ব হতে পারে। এখন দেখার পালা এই বিষয়ে সুপ্রিম কোর্ট কী রায় দেয়।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥