সৌভিক মুখার্জী, কলকাতা: সন্তানের পড়াশোনা বলুন বা ভবিষ্যৎ, সঞ্চয় সবারই আর্থিক নিরাপত্তার জন্য জরুরী। তবে সব সময় তো হাতে পর্যাপ্ত টাকা থাকে না। তাই মাঝপথে সঞ্চয় থেমে যায় আর এই পরিস্থিতিতে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC বিরাট একটি পলিসি নিয়ে আসলো।
কোন পলিসির কথা বলছি আমরা?
আসলে আমরা বলছি এলআইসি জীবন তরুণ পলিসির (LIC Jeevan Tarun Plan) কথা। এটি একটি সেভিংস ও প্রটেকশন যুক্ত ইন্সুরেন্স প্ল্যান। আর এটি বিশেষভাবে শিশুদের ভবিষ্যৎ, শিক্ষা ও যৌবনের গুরুত্বপূর্ণ সময়কে মাথায় রেখেই তৈরি। এই প্ল্যানে নির্দিষ্ট সময় পর্যন্ত বিনিয়োগ করতে পারলে 25 বছর বয়সে সন্তান বড় অঙ্কের টাকা হাতে পায়।
প্রতিদিন 150 টাকা বিনিয়োগ করলেই মিলবে 26 লক্ষ টাকা
যদি কেউ এই স্কিমে প্রতিদিন মাত্র 150 টাকা করে বিনিয়োগ করতে পারে, তাহলে তার প্রতি মাসে বিনিয়োগ দাঁড়াবে 4500 টাকা। সেই সূত্র ধরে প্রতি বছরে বিনিয়োগের অঙ্ক দাঁড়াবে 54,000 টাকা।
এবার যদি সন্তানের বয়স এক বছর হওয়ার সময় থেকে এই স্কিম শুরু করা যায় এবং 25 বছর বয়স পর্যন্ত চালানো যায়। ফলে মেয়াদ শেষে বার্ষিক বোনাস ও ফাইনাল অ্যাডিশনাল বোনাস মিলে প্রায় 26 লক্ষ টাকা পাওয়া যেতে পারে।
বয়স সীমা এবং মেয়াদ
এই পলিসি নেওয়ার সময় সন্তানের বয়স হতে হয় নূন্যতম 90 দিন এবং সর্বাধিক বয়স হতে হয় 12 বছর পর্যন্ত। আর পলিসির মেয়াদ নির্ধারণ করা হয় 25 বছর থেকে সন্তানের বর্তমান বয়স বাদ দিয়ে।
উল্লেখ্য, এখানে 20 বছর থেকে 24 বছর বয়স পর্যন্ত প্রতিবছর নির্দিষ্ট অর্থ মানিব্যাক হিসেবে পাওয়া যায়। আর 25 বছর বয়সে একসঙ্গে বাকি টাকার সাথে বোনাস মিলিয়ে মেয়াদের সম্পূর্ণ অর্থ তুলে নেওয়া যায়।
আরও পড়ুনঃ ভাড়া ২০ টাকা! দুর্গাপুরে শুরু ইলেক্ট্রিক বাস পরিষেবা, কোন কোন রুটে চলবে জানুন
থাকছে অতিরিক্ত সুবিধা
এই স্কিমের সবথেকে বড় সুবিধা হল, এখানে ধারা 80C অনুযায়ী বিনিয়োগের উপর কর ছাড় পাওয়া যাবে। পাশাপাশি ধারা 10(10D) অনুযায়ী মেয়াদ পূর্তির অর্থে কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে এবং পলিসির বিপরীতে ঋণ নেওয়ার সুযোগ থাকছে। তাই যদি সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আজই এই পলিসিতে বিবিনিয়োগ করুন এবং চিন্তা মুক্ত হন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |